পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ উপেন্দ্রর মূখে স্বরবালার এই উচ্ছসিত প্রশংসার কিরণময়ীর মুখের দীপ্তি নিৰিয়া cशंज । चथछ, ऐशरङ cषांशं cमब्र, उांशe हेछह रूब्रिज, किड़ थेवांच्च ८बझना गर्विणि ৰেড়িয়া যেন কণ্ঠরোধ করিয়া ধরিল। সহসা সে কথা কহিতেই পারিল না। কিন্তু উপেক্স ইহা লক্ষ্য করিল না। জিজ্ঞাসা করিল, তার সঙ্গে আপনার বোধ করি এ প্রসঙ্গে আলোচনা কোনদিন হয়নি ? কিরণময়ী ঘাড় নাড়িয়া বলিল, না । মোটে ছুটি দিন ত সে এখানে এসেছিল। সেও আবার এমন সময় নয় যে কোন কথাবাৰ্ত্ত হয় । চল না ঠাকুরপো, আজ একবার তোমার তর্কবীরকে দেখে আসি । উপেজ হাসিতে লাগিল। কহিল, না বৌঠান, সে তার্কিক একেবারেই নয়। বৃত্ত, এই বিষয়টা ছাড়া সে তর্কই করে না—ব বলবেন, তাই মেনে নেবে। দিনতিনেক পরে সে বাড়ি ফিরে যাবে-অনুমতি করেন ত এইখানেই নিয়ে আসি । কিরণময়ী ত্রস্ত হইয়া কহিল, না ঠাকুরপো, না, এখানে এনে তাকে কষ্ট দিতে চাইনে। যে দুটি দিন ক্লেশ স্বীকার করে এসেছিল, সেই আমার বহু ভাগ্য। আমাকে নিয়ে চল, আমি যাব। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি ঠাকুরপো, এত বড় তার্কিক গুরু থাকতেও তোমরা দুটি ভাই আমার জবাৰ দিতে পারলে না কেন ? কথাগুলি কিরণময়ী সরল পরিহাসের আকারেই বলিতে চাহিল, কিন্তু তাহার বেদনার ভারে শেষ কথাগুলি ভারী হইয়া প্রকাশ পাইল । দিবাকর চুপ করিয়া রহিল। উপেন্দ্র বলিল, না বৌঠান, সে-সব যুক্তি তার শেখা যায় না । কতবার ত শুনেচি, কোনমতেই আয়ত্তে আনতে পারলাম না । যারা ভগবান মানে, তারা বলবে এ তারই ডান হাতের সর্বশ্রেষ্ঠ দান। সত্যি বলচি বৌঠান, আমার অনেকবার ঈর্ষা হয়েচে যে, এর সহস্র ভাগের এক ভাগও যদি আমি পেতাম, তা হলে ধন্য হয়ে যেতাম ! কিরণময়ী ঠিক বুঝতে পারিল না, কি এ! তথাপি তাহার সমস্ত মুখ কালে হইয়া গেল; এবং ইহা নিজেই সে স্পষ্ট অনুভব করিয়া কোনমতে একটুকরা শুক হাসি দিয়া পুরোবৰ্ত্ত এই দুই পুরুষের দৃষ্টিপথ হইতে নিজেকে আবৃত করিয়া ফেলিতে চাহিল। কিছুতেই তাছার মুখে হাসি ফুটিল না । । w - সহল। সে একেবারে সোজা হইয়া দাড়াইয়া উঠিয়া কহিল, চল ঠাকুরপো, আজই আমি তার সঙ্গে দেখা করে আসৰ। তোমারগু ধার জন্তে হিংসা • হয়, এ দুল্লভ বস্তু কি, তা না দেখে আমি কোনমতেই স্বস্তি পাব না. , , - - তাহার এই আগ্রহাতিশয্যে উপেক্স কোনমতেই আর হালি চাপিতে পালি । KS DDDDD DDBBB DDD D DDB BBB BBB BBBB BB BBBS ֆԵ Գ