পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- করিবার লোভও সে ত্যাগ করিতে না পারিয়া অলস বিরক্ত-মুখে বিছানাতেই পড়িয়া রহিল । কিন্তু যথাসময়ে স্নানের জন্য তাগিদ পড়িল । সতীশ উঠিল না ; বলিল, তাড়াতাড়ি কি ? আমি ত বার হবে না । সাবিত্রী ঘরে ঢুকিয়া কহিল, সে হবে না। আপনাকে ইস্কুলে যেতেই হবে—যান, আপনি স্নান করে খেয়ে নিন। সতীশ বলিল, তোমাকে কি আমার অছি বহাল করা হয়েচে যে, এমন করে পীড়াপীড়ি লাগিয়েচ ? আজ আমি পাদমেকং ন গচ্ছামি । সাবিত্রী একটুখানি হাসিল ; বলিল, না যান ত স্নান করে খেয়ে নিন। আপনার কুড়েমিতে দাগী-চাকরে কষ্ট পায় সেটা দেখতে পান না ? সতীশ বলিল, এ কি রকম দাণী-চাকর যে নটা বাজতে না বাজতে কষ্ট পায় ! না, এ বাসা আমাকে বদলাতেই হবে, না হলে শরীর টিকবে না দেখচি । r. সাবিত্রী হাসিয়া ফেলিল ; বলিল, তা হলে আমাকেও বদলাতে হবে । কিন্তু বলিয়া ফেলিয়। সে তাড়াতাড়ি নিজের কথাটা চাপ দিয়া বলিল উঠিল, ততক্ষণ কিন্তু আপনাকে এই বাসার নিয়মই মেনে চলতে হবে—ইস্কুলেও যেতে হবে। নিন উঠুন, বেলা হয়ে যাচ্ছে । বলিয়াই সতীশের ধুতি ও গামছা স্বানের ঘরে রাখয়। দ্রুতপদে বাহির হইয়া গেল । BBB KBB BBB BB BBSBB BBB S BB BB BB BBBS BBDS পূজার আসনে বসিয়া দেরি করিতে লাগিল । সাবিত্র দুই-তিনবার আসয়া দেখিয়৷ গিয়। দরজার বাহির হইতে ডাকিয়া বলিল, আর কেন, বাড়া ভাত ঠাণ্ডা হয়ে গেল যে ! ইস্কুলে যেতে হবে না আপনাকে, দয়া করে দুটি খেয়ে নিয়ে আমাদের ম:থা কিমুন । BBB BBB SBBSBBB BBBB BBS BBBS BBDDD BmB BBBS BBS আহিকের সময় গোলমাল করলে কি হয় জানো ? সাবিত্ৰী বলিল, কোশাকুশ সামনে নিয়ে ছল করলে কি হয় জানেন ? সতীশ চোখ কপালে তুলিল, ছল করছিলাম। কখখন না। সাবিত্রী কি একটা বলিতে গিয়। চাপিয়া গেল । তার পরে বলিল, তা আপনিই জানেন। কিন্তু আপনারও ত অন্তদিন এত দেরি হয় না—যান, ভাত দেওয়া হয়েচে ; বলিয়া চলিয়া গেল । আজ শীতের মধুর মধ্যাছে বাসা নির্জন ও নিস্তব্ধ । এ-বাসার সকলেই কেরানী। তাহারা অফিস গিয়াছেন। বামুনঠাকুর বেড়াইতে গিয়াছে, বেহারী বাজার করিতে গিয়াছে, সাবিত্রীরও কোন সাড়া-শব্দ পাওয়া যায় না । সতীশ 33