পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कृब्रेिझशैन HDB BBB BB BBB BBB DDDDD HB DD DBB BBBSBBB BBB আজ আবার আর এক পথে দুৰ্নিবার বেগে ঠেলিতে লাগিল । সরোজিনী হঠাৎ প্রশ্ন করিল, আপনার এই বনবাসের অর্ধ-টা কি ? সতীশ কহিল, অর্থ একটা কিছু নিশ্চয় আছে । তা ত আছে। কিন্তু, কাউকে না বলে পালিয়ে এলেন কেন ? কিন্তু পালিয়ে এসেছি এ খবর কে দিলে ? সরোজিনী একটুখানি হাসিয়া কহিল, এ খবর আমি নিজেই আৰিষ্কার করেচি। আপনি যেদিন সকালে চলে এলেন, আমি নিজেই সেদিন আপনার বাসায় গিয়েছিলুম। সতীশ বিশ্বিত্ত হইয়া বলিল, বুঝেচি। উপীনদ বোধ করি আমাকে খুজত্তেগিয়েছিলেন, আর আপনি তার সঙ্গে ছিলেন। তিনি ষে যাবেন সে মামি জানতাম, কিন্তু আমি নেই দেখে কি বললেন তিনি ? সরোজিনী কহিল, নিশ্চয় কিছু বলেছিলেন, কিন্তু আমি শুনিনি। কারণ তিনি নিজে সেখানে যাননি, আমাকে দিয়ে একখানা চিঠি পাঠিয়েছিলেন । সতীশ জিজ্ঞাসা করিল, তার পরে ? সরোজিনী বলিল, আমি গিয়ে শুনলুম আপনি সকালের গাড়িতে চলে গেছেন। কি মনে হ’লো, বামুণঠাকুরকে বলে দরজা খুলিয়ে সমস্ত বাধাটা ঘুরে ঘুরে দেখলুম। বাইরের বারান্দায় একখানা শাড়ি শুকোচ্ছিল, জিজ্ঞাসা করে শুনলুম, এ কাপড় মাইঙ্গীর। র্তার অন্ধখ, আপনি তাকে নিয়ে পশ্চিমে চলে গেছেন । আচ্ছা, তিনি কে? কৈ, এ বাসায় ত তাকে দেখছিনে ? সতীশ পাংগু-মুখে কিছুক্ষণ স্থির থাকিয়া কহিল, বামুনঠাকুর বললে, আমি তাকে নিয়ে পশ্চিমে গিয়েছি? রাস্কেল ! মিথ্যাবাদী । উপীনা তাই বিশ্বাস করলেন ? সতীশের মুখের চেহারা এবং কণ্ঠস্বর শুনিয়া সরোজিনী আশ্চৰ্য হইয়া গেল। কহিল, উপীনবাবু ত ছিলেন না। আর বিশ্বাস করলেই বা দোষ কি ? এ মাইলী আপনার কে সতীশবাবু ? সতীশ রুক্ষ হইয়া বলিল, আমার আবার কে ? কেউ না, আমাদের সাবেক ৰালার দাসী । শয়তান বদমাইস মেয়েমান্বষ। বুড়ে-বয়সে ব্যারামে মরচে, তাই এসেছিল কিছু ভিক্ষে চাইতে। আমি তাকে নিয়ে পশ্চিমে চলে গেছি! হারামজাদা বেটা আমার মুখের সামনে এ-কথা বললে তার— সরোজিনীর বিস্ময়ের অবধি রছিল না। খানিকক্ষণ চুপ করিয়া মৃদ্ধ-কণ্ঠে কহিল, দাসী! কিন্তু, তাতে আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? ২১৩