পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ সরোজিনী কহিল, ই, অনেকক্ষণ ছিলেন, অনেক কথাবার্তা কয়েছিলেন। তাহার নিজের কথা কি হইয়াছিল, স্বামীর শোক বৌঠান কিভাবে গ্রহণ করিয়াছেন ইত্যাদি জানিবার জন্য সতীশ সরোজিনীর মুখের প্রতি একটা উৎসুক দৃষ্টি নিক্ষেপ করিল। কারণ, তাহার নিজের সম্বন্ধে আলোচনা যে খরতর হইয়াছিল, তাহাতে তাহার সংশয় ছিল না । কিন্তু সেই অস্পষ্ট আলোকে স্বয় সরোজিনী তাহার মুখের ইঙ্গিত বুঝিল না, না হয় বুঝিয়াও সতীশের কৌতুহল নিবৃত্তি করার প্রয়োজন বোধ করিল না। সে দাদাকে অগ্রসর হইবার জন্য একটুখামি ঠেলা দিয়া মৃদু-কণ্ঠে কহিল, আর দেরি করো না দাদা চল— ই বোন চল, বলিয়া সতীশকে নমস্কার করিয়া বলিলেন, আর একবার অসংখ্য ধন্যবাদ সতীশবাবু। কাল-পরশু একদিন ষেন গরীবের ওখানে পদধূলি পড়ে। সতীশ প্রতি-নমস্কার করিয়া অব্যক্ত-স্বরে যাহা কহিল, তাহা বুঝা গেল না। সরোজিনী ফিরিয়া দাড়াইয়া সতীশকে একটি ক্ষুদ্ৰ নমস্কার করিয়া চলিয়া গেল । সেই সিড়ির উপর দাড়াইয়া এইবার সতীশের চোখ দিয়া জল পড়িতে লাগিল । ঠিক কেন যে পড়িতে লাগিল, তাহ সে নি:সংশয়ে অবধারিত করিতে পারিল না, কিন্তু কেমন যেন একটা অনির্দিষ্ট অনুভূতি তাহাকে বারংবার জানাইতে লাগিল, তাহার সাবিত্রী, তাহার বৌঠান, তাহার উপনদা সকলেই একই কালে তাহাকে চিরদিনের তরে বিসজ্জন দিয়াছে। এই নিজন কুটীর ছাড়িয়া তাহার ঘাইবার স্থান আর নাই। - woe शंग-श्हें भूर्वि शंब्रांप्नद्र शृङ्द्र नभन्न दिांकब्र शांब झहे-5ांब्रि क्रिनद्र छछ কলিকাতায় বাস করিয়াই ফিরিয়া যাইতে বাধ্য হইয়াছিল। এবার কিরণময়ীর তত্ত্বাবধানে থাকিয়া কলিকাতার কলেজে বি. এ. পড়িবে স্থির হওয়ায় তাহার নূতন কেনা স্টিলের তোরঙ্গ ভরিয়া কেতাব-পত্র এবং কাপড়-চোপড় লইয়া দিবাকর হারানবাবুর পাথুরেঘাটার বাড়িতে একদিন সন্ধ্যার সময় জাসিয়া উপস্থিত হইল। কিরণময়ী তাহাকে অল্পবয়স্ক ছোট ভাইটির মত সস্নেহে গ্রহণ করিল। মাতুলপ্রমে স্বরবালা ভিন্ন দিবাকরকে ষত্ব করিবার কেহ ছিল না। আবার সে যত্বের মধ্যেও মহেশ্বরীর খরদৃষ্টি শনির দৃষ্টির মত অনেক রস অনেক সময়ে শুকাইয়া শুক করিয়া-দিত । কিন্তু এখানে সে-সকল কোন উৎপাত্তই ছিল না। ২১৬