পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vê\} DDDBB BB BD DDD DDBBBBD BBDDD BBD DDDDDD রধাঁয়সী রমণীর সহিত কালীঘাটে কালী দর্শন করিতে গিয়াছিলেন। কথা ছিল, মায়ের আরতি হইয়া গেলে, একটু রাত্ৰি করিয়া বাড়ি ফিরিবেন। রাত্রি প্রায় আটটা। দিবাকর নিজের বিছানায় চুপ করিয়া ভইরা ছিল। তাহার শিয়রে একটা মাটির প্রদীপ মিটু মিটু করিয়া জলিতেছিল। এই স্বল্প আলোকে ষে-দুর্গেশনন্দিনী’ বইখানা সে ইতিপূর্বে পড়িতেছিল, সেখানা মুখের উপর চাপা দিয়া বোধ করি বা মনে মনে সে আয়েযার কথাই চিন্তা করিতেছিল, কিরণময়ী ঘরে ঢুকিয়া জিজ্ঞাসা করিল, ছোটুঠাকুরপো, ঘুমোচ্চ নাকি ? দিবাকর মুখের উপর হইতে বইখানা না তুলিয়াই কহিল, না, ভারি মাথা ধরেচে। কিরণময়ী হাসিয়া বলিল, তা হলে ত বেশ চিকিৎসা হচ্চে ! মাথার ওপর আলো জেলে রাখলে কি মাথা ছাড়ে না-কি ঠাকুরপো ? দিবাকর কহিল, বইটা কালই ফিরিয়ে দিতে হবে, তাই শেষ করে ফেলচি । কিরণময়ী কহিল, চোখ বুজে আয়েষাকে ভাবলে বই শেষ হবে না ভাই, চোখ চেয়ে-পড়তে হবে । তা না হয় খেয়ে-দেয়েই শেষ করে—এখন চল, খাবার জুড়িয়ে যাচ্চে । দিবাকরের উঠতে ইচ্ছা ছিল না ; সে আমুনয়ের স্বরে কহিল, এখন থাকৃ বৌদি। মালীম আন্ধন, তার পরে খাব। - * * কিরণময়ী কহিল, তারা কতক্ষণে ফিরবেন তার ঠিক কি ঠাকুরপো ? অাজ জামার নিজের শরীর ভাল নয় । মনে করচি, তার ঘরে খাবার ঢাকা দিয়ে রেখে একটু শোৰ। ওঠে, তোমাকে খাইয়ে দিই গে, বলিয়া সে কাছে জাসিয়া বইখানা দিবাকরের মুখের উপর হইতে তুলিয়া লইল । অদূরে দিবাকরের লোহার তোরঙ্গটা ছিল। কিরণময়ী ফিরিয়া আলিয়া তাহার উপর উপবেশন করিয়া পুনরায় তাড়া দিয়া কহিল, ওঠে না গো। जायाब्र फेळ८ङ हैऋ क८द्र न ८बोक् ि।। ७ांद्र ८छ्रग्र वद्र६७कल्ले गझ कब्र बांधि उनि । শুধু গল্প শুনে ত পেট ভরে না ঠাকুরপো, সময়ে খেতেও হয়। কি বল ? দিবাকর ক্ষণকাল চুপ করিয়া থাকিয় কছিল, আচ্ছ বৌদি, আমার নাওয়াখাওয়া-শোয়া নিয়ে তোমার এত মাথাব্যথা কেন ? - কিরণময়ী হাসিমুখে কহিল, কেন জান না ? ቅmm