পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छब्रिजशैन কিরণময়ী কথা কহিল না, মাখা তুলিল না, শুধু নিশাৰ দিবাকরের কোলের উপর ডান হাতখানি রাখিয়া চুপ করির রছিল। জাহাজ ওলট-পালট করিতে লাগিল, বাহিরে কুদ্ধ পবন গে। গে৷ করিয়া চীংকার করিতে লাগিল, এবং উত্তাল তরঙ্গের উচ্ছ্বলিত জলকণা প্রবলতর বেগে ক্ষুদ্র জানালার মোট কাচের উপর বারংবার জাছাড় খাইয়া পড়িতে লাগিল । তাহার মাথা ঘুরিয়া উঠিল এবং বসিয়া থাকা অসম্ভব বুঝিয়া সে সঙ্কীর্ণ বেঞ্চের উপরেই কিরণময়ীর মাথার কাছে মাথা রাথিয় মূৰ্চ্চাগ্রস্তের স্থায় শুইয়া পড়িল । কিরণময়ী হাত বুলাইয়া তাহার মস্তক স্পর্শ করিয়া মৃদুস্বরে বলিল, তয়ে পড়লে, মাথা ঘুরচে বুঝি ? দিবাকর কহিল, হ! । কিরণময়ী ক্ষণকাল মৌন থাকিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছ। ঠাকুরপো, ঝড় ত ক্রমেই বাড়চে, জাহাজ ডুববে বলে কি মনে হয় ? দিবাকর বলিল, না । किद्रभवघ्नौ कश्नि, ई, नग्न ना,-ङ्कबि कि आमांगण्ठ गांकी निव्ह ?ाइबरना ? বলিয়া সে অনেকক্ষণ পৰ্য্যন্ত চুপ করিয়া পড়িয়া রহিল। বহুক্ষণ পরে আস্তে আন্তে বলিল, ভুবলে ভাল হতো। যদি না-ই ভোবে, তা হলেই বা এমনি করে আমাদের ক’দিন চলবে ? দিবাকর উত্তর দিল না দেখিয়া কিরণময়ী দিবাকরের মাথাটা হাত দিয়া নাড়িয়া ৰলিল, শুনতে পাচ্চ কি ? পাচ্চি। যতদিন পারে চলুক। তার পরে ? . - . . . তার পরেওঁ সমুদ্রে জল থাকবে, গলায় দেবার মত জড়িও জুটবে। যেটা হোক একটা বেছে নিলেই হবে । - א 晚论 、 এতক্ষণ পরে দিবাকরের মুখে একটা কঠিন কথা শুনিয়া কিরণময়ী অনেকক্ষণ পৰ্যন্ত চুপ করিয়া পড়িয়া রহিল, তাহার পরে সহজ-গলায় বলিল না, তা করে না-বাড়ি ফিরে যাও। তুমি পুরুষমানুষ, গিয়ে যা হোক একটা কিছু বললেই চুকে যাবে। খুব সম্ভব সে প্রয়োজনও হবে না,—তোমার আপনার লোক কেউ এ নিয়ে নাড়া-চাড়া করতে চাইবে না । - . . . * * . দিবাকর চুপ করিয়া বহিল। এমন প্রস্তাবটি যত বড় লোভনীয় হোক, লে মনের মধ্যে গ্রহণ করিতে পারিল না। বন্ধক্ষণ মৌন খাৰিয়া কছিল, 《》