পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छब्रेिबशैन লে পায়ের উপর আস্তে আস্তে হাত বুলাইতে বুলাইতে কছিল, দাদা, এ সব ব্যারামে তোমার পক্ষে পাহাড়ের হাওয়া খুব ভাল, না ? উপেন্দ্র তাহার মাথায় হাত দিয়া কহিলেন, ই ভাই, তাই ও ডাক্তারেরা বলেন, কিন্তু ভগবান যাকে তলব করেন, তার কিছুই কাজে লাগে না। সাবিত্ৰী বলিল, তা হোক দাদা, আমরা কিন্তু পাহাড়ে গিয়েই থাকব । উপেক্স হাসিয়া বলিলেন, আচ্ছা, তাই হবে। মহামায়ার পূজা আসন্ন হইয়া আসিল এবং সতীশ সম্পূর্ণ স্বস্থ হইবার পূর্বেই বাঙালীর সর্বশ্রেষ্ঠ জানন্দোজ্জল দিনগুলি মুখ-স্বপ্নের মত অতিবাহিত হইয়া গেল । আরও কিছুদিন এখানে থাকিবার কথা ছিল, কিন্তু উপেন্দ্রর দেহের প্রতি লক্ষ্য করিয়া সাবিত্রী প্রয়োদশীর দিন যাত্রা করিবার জন্য দিন স্থির করিয়া ফেলিল । উপেন্সর আপত্তির বিরুদ্ধে জিদ করিয়া বলিল, সে হবে না দাদা ! সতীশবাবুর অস্থখ আর নেই, কিন্তু, তার শরীর সবল হবার জন্তে অপেক্ষা করতে গেলে তোমাকে আর খুঁজে পাব না। পরও আমাদের যেতেই হবে, তুমি অমৃত করে না দাদা । । উপেক্স যুদ্ধ হাসিয়া কহিলেন, আচ্ছ, সে দেখা যাবে। কিন্তু, তা হলেই কি জামাকে খুজে পাবে দিদি ? সাবিত্রী তর্ক না করিয়া কাজে চলিয়া গেল। উপেক্সর দিনগুলি এখানে শাস্তিতে কাটিতে ছল, তাই যাবার জন্ত তাহার তাড়া ছিল না এবং যাত্রার দিন যে সত্যিই এত্ত আসন্ন হইয়াছে তাহাও বোধ করি তিনি বিশ্বাস করিলেন না, কিন্তু সতীশের মুখ শুকাইল। কারণ, এই জিদের সহিত তাহার ঘনিষ্ঠ পরিচয় ছিল। ইহা যে কোন বাধা মানে না এবং যে কেহ ইহার সংস্রবে আলে, তাহাকেই যে শেষ পৰ্য্যন্ত নত হইতে হয়, তাহা লে ভাল করিয়াই জানিত । স্বতরাং জুয়োদশী যে কিছুতেই পার হইবে না, তাহাতে তাহার লেশমাত্র সংশয় রছিল না। কিন্তু কোন क्षः कश्णि ना । *बनिe ७ गरtफ cण न"शृ{ निर्कीद् रहेद्रा बश्णि । उांशब সাক্ষাতেই বেহারী সজল নয়নে সাবিত্রীকে যখন প্রশ্ন করিল, আবার কতদিনে দেখা দেবে ষা, তখনও সতীশ মৌন হইয়া বহিল। সাবিত্ৰী সতীশের মুখের প্রতি কটাক্ষে চাহিয়া গাম্ভীর্থ্যের সহিত বলিল, তোমার বাবুর যেদিন বিয়ে হবে বেহাল্পী, তখন আবার দেখা হবে। অবিপ্তি তোমার বাৰু যদি দয়া করে আনেন তবেই | দিন দশেক পূৰ্ব্বে সরোজিনীকে লইয়া যাইবার জন্য জ্যোতিৰ নিজে জাগিলে উপেন্সর মধ্যস্থতায় বিবাহের পকা কথাবার্তাই হুইয়া গিয়াছিল । गडी4 दिसूबाज बां*खि कब नॉरे, हिब एरेयांदिन उशब कानाप्नोछ *उ wo