পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अंग्रे९-नश्डिा-न९अिह কিন্তু ডাকলে কি একবার আসে না ? ডাকিয়ে দেখচি, বলিয়া কিরণময়ী বাহিরে গিয়া বাড়ির চাকরকে কালীবাড়ি পাঠাইয়া দিয়া পুনরায় ফিরিয়া আসিয়া বসিল । কছিল, তুমি আসবে এ আমার স্বপ্নের অতীত ঠাকুরপো । সতীশ কহিল, আমার আলাটা কি আমার নিজেরই স্বপ্নের অতীত নয় বৌঠান ? তা বটে, বলিয়া কিরণময়ী আবার ঘাড় হেঁট করিয়া বসিয়া বুহিল । তাহার অনেক কথাই জানিবার আবগুক ছিল, সতীশ যে তাহাদের বাটীর মুক্ত দালীর কাছে সন্ধান লইয়া আসিয়াছে, তাহা বুঝা শক্ত নয়, কিন্তু অকস্মাৎ এতকাল পরে অহুসন্ধান করিয়া ফিরাইয়া লইয়া যাইতে এতদুরে আসার যথার্থ হেতু অহমান করা সত্যই কঠিন । কিন্তু আলিবার হেতু সতীশ নিজেই ক্রমশঃ ব্যক্ত করিল, কহিল, কাল জাহাজ আছে, —তোমাদের নিতে এসেচি বৌঠান । কিরণময়ী মুখ তুলিয়া কহিল, উপীনঠাকুরপো পাঠিয়েছেন ত ? বেশ, দিবাকরকে নিয়ে যাও। প্রার্থনা করি সে যেন যেতে পারে । সতীশ কহিল, শুধু পরের হুকুম তামিল করতেই এতদুরে আসিনি, আমার নিজের তরফ থেকেও বড় তাগিদ আছে। ভাৰচ, তবে এতকাল পরে কেন ? খবর পাইনি । তার পরে বাবা মারা গেলেন, নিজেও যেতে বসেছিলুম, হয়ত আর দেখাই হ'তো না । কিরণময়ী মুখ তুলিয়া চাহিল। তাহার দুই চক্ষু দিয়া জগতের সমস্ত স্নেহ যেন সতীশের সর্বাঙ্গে বধিত হইল। ক্ষণকাল পরে করুণ-কণ্ঠে কহিল, আমি কার কাছে যাব ঠাকুরপো, আমার কে আছে ? - আমার কাছে যাবে বৌঠান, আমি আছি । কিন্তু আমাকে আশ্রয় দেওয়া কি ভাল হবে ? সতীশ কহিল, তোমার কি মণে নেই বৌঠান, অনেকদিন আগে এই ভাল-মন্দ একদিন চিরকালের জন্তু স্থির হয়ে গিয়েছিল, যেদিন ছোট ভাই বলে আমাকে ডেকেছিলে ? অন্যায় যদি কিছু করে থাকে, তার জবাব দেৰে তুমি, কিন্তু আমার জবাবদিহি এই যে, আমি ছোট ভাই, তোমাকে বিচার করবার আমার অধিকার নেই। কথা শুনিয়া কিরণময়ীর মনে হইতে লাগিল, কোথাও ছটিয়া গিয়া একবার BB DDD DD DBBS DD BBBBBB BBD BBBS BB BBBBS नमांज-यां८छ् ७ ? সতীশ বাধা দিয়া বলিল, না নেই। যার টাকা আছে, গায়ের জোর আছে, eCur