পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৪০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ । কিন্তু প্রবন্ধ দীর্ঘ হুইয়া পঞ্জিতেছে, আর না। বঙ্গ্যোপাধ্যায় মহাশয়ের প্রত্যেক ছত্রটি ভুলিয়া দিবার লোভ হয়, কিন্তু তাহা সম্ভবপর নহে বলিয়াই বিরত রছিলাম তাছার পক্ষি-সমাজের একঘরে হওয়ার বিবরণটিও যেমন জ্ঞান-গর্ত, তেমনি বিস্ময়কর। শরীর রোমাঞ্চিত হইয় উঠে। পরিশেষে প্রবন্ধ সমাপ্তও করিয়াছেন তেমনি সারবান কৰা বলিয়া—“ৰাসল কৰা, সকল বিষয়েই অধিকারী ভেঙ্গ আছে।” অর্থাৎ, গান গাছিতে জানিলেই যে প্রবন্ধ লিখিতে হুইবে, এবং এক কাগজে না ছাপিলে আর এক কাগজে ছাপিতেই হইবে, তাহা নয় —অধিকারী cख्श पञां८झ ख প্রতিভা== আপনারা অভিযোগ করিয়াছেন আমি আসি না, তাহার কারণ বক্তৃতা দিতে হুইবে মনে হইলেই আমার হংকম্প হয়। আমি কিছুই বলিতে পারি না। কিছু লিখিতে পারি, কিছু কিছু লিখিয়াছিও। তাহাতে যদি খুশী হইয় থাকেন মুখী হইব । মুখে কিছু বলিয়া উপদেশ দিব—কোন বইয়ের সমালোচনা করিব, কি নূতন কোন মানে প্রকাশ করিব, লে শক্তি আমার নাই। যা আছে বইয়ের মধ্যেই আছে, সেখানে ধু জুন, আমার বইয়ের সম্বন্ধে ইহার বেশী কিছু বলিবার নাই । আমি আসিতে পারি না-পারি, ছেলেদিগকে আমি ভারী ভালবাসি । এই ৰে কতকগুলি ছেলে মিলিয়া প্রতিষ্ঠান করাছে, যার নাম দিয়াছে—বঙ্কিম শরৎ-সমিতি —যাহার বিষয় আমাদের বইয়ের আলোচনা ; এই আলোচনা হইতে অন্তান্ত দেশের উপন্যাস-সম্বন্ধে তোমাদের জ্ঞান জন্মিবে—তুলনামূলক সমালোচনা দ্বারা তোমরা সমস্ত বুঝিতে পারিবে। এই সমিতিকে আমি সমস্ত মন দিয়া আশীৰ্ব্বাদ করি। এই জিনিসটা চলুক, যাহাতে ইহা পূর্ণ হয়-গড়িয়া উঠে, তোমরা তাহ কর। যখন সময় পাব আগিব। আমি বুঢ়া হইয়া গিাছি, এই ৫৩ বৎসর হইল—৫৪ বৎসর হইবে কি না বলা ধায় না। আমাদের বংশের রেকর্ড আমি নিয়াছি । আমার বেশ মনে আছে, se॥৪৫ বৎসর হইলে বাবা রোজ বলিতেন—“৪৪ ত হ’লো-অার বেশীদিন वैॉकब बा *.e s द९णब्र नाश्नांभ न दणिबा छू:थिउ ए३e मा, नाहे वा ना नाहे ক "ভারত্তৰধ ১৩৭১ ফাল্গুন সংখ্যায় প্রকাশিত । میبا C20