পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छब्रिजशैन বেহারী মুখ অত্যন্ত গম্ভীর করিয়া বঁ। হাতের পদার্থটা ডান হাতে লইয়া কছিল, ছয়ে দিব্যি করে বলচি দেবতা, সে ওখানে যায়নি। চক্ৰবৰ্ত্তী এতবড় শপথের পরে আর সন্দেহ করিতে পারিলেন না ; রীতিমত আশ্চৰ্য্য হইয়া বলিলেন, তুই বলিস কি বেহারী ! সে ত এখানেও আসেনি! তবে চব্বিশ ঘণ্টা রাখালবাবু সতীশবাৰু বেচারাকে যে-আচ্ছ, তুই যা—একবার তাকে দেখে আয়, তার পরে আমি আছি আর রাখালবাবু আছেন। আমাকে সে-বামুন পাস্নি বেহারী ! তাহার ব্রাহ্মণৰে বেহারীর অগাধ শ্রদ্ধা ছিল, সে কলিকাটি চক্ৰবৰ্ত্তার হাতে তুলিয়া দিয়া প্রশ্ন করিল, আচ্ছ, সতীশবাবুই বা গেলেন কেন ? তিনি বলেন, ইস্কুল দূর পড়ে— এটা কিন্তু কাজের কথাই নয় । 競 চক্রবর্তী সাবধানে আগুন তুলিতে তুলিতে বলিলেন, না, ভেতরে কথা আছে। অত:পর দুজনে মিলিয়। কলিকাটি নিঃশেষ করিয়া বেহারী উঠিয়া পড়িল এবং উদ্বিগ্নমুখে সাবিত্রীর ঘরের অভিমুখে চলিয়া গেল। তাহার নিশ্চয় বিশ্বাস হইল, সাবিত্রীর অস্থখ হইয়াছে। " সাবিত্রীদের বাটীর সদর-দরজ খোলা ছিল, বেহারী নি:শব্দে প্রবেশ করিল। প্রায় সকল ঘরেরই কপাট বন্ধ, ভাড়াটের দিবা-নিদ্ৰা দিতেছে । বেহারী ধীরে ধীরে সাবিত্রীর ঘরের সম্মুখে আসিয়া বজাহাতের মত স্তব্ধ হইয়া দাড়াইয়া পড়িল । একটা কপাট বন্ধ ছিল । তাহার আড়ালে সাবিত্ৰী মাটির উপর চুপ করিয়া বসিয়া আছে, এবং অদূরে তক্তাপোধের উপর বিছানায় বিপিন মদ খাইয়। মাতাল হইয়া ঘুমাইতেছে। পদশকে চকিত হইয়। সবিত্রী মুখ বাড়াইয়। অকস্মাৎ বেহারীকে দেখিয়া একমুহূর্তে যেন বিবর্ণ হইয়া গেল। কিন্তু পরক্ষণেই আত্মসংবরণ করিয়া BBBB BBB BB BBBS BBBS BBBS BB BBBS BBB S BBBB সঙ্গে করিয়া আনিয়া রান্নাঘরের বারান্দায় মাছুর পাতিয়া দিল, এবং অত্যস্ত সমাদর করিয়া বসাইয়া নিজে অনতিদূরে মেঝের উপর বসিয়া পড়িয়া জিজ্ঞাসা করিল, খবর সব ভাল বেহারী ? বেহারী মাথা নাড়িয়া জানাইল, ভাল । তার পর সাবিত্রীর মুখে আর কথা যোগাইল না। উভয়ে চুপ করিয়া বসিয়া রহিল। কিছুক্ষণ পরে বেহারী হঠাৎ উঠিবার উপক্রম করিয়া বলিল, চললুম, আমার আবার অনেক কাজ সাবিত্ৰী শুল্ক-মুখে জিজ্ঞাসা করিল, এখনি ধাৰে ? একটু বোলো না ? বেহারী উঠিয়া পড়িয়া বলিল, না, চললুম। sa