পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छद्भिरङ्गशैन হইতে শুরু করিয়া এই বিদ্যাটাই সে শিক্ষা করিয়াছিল এবং শিক্ষা বলিতে যাঙ্কা बूकांग्र, टैिंक ८डशनि कब्रेिब्राहे निथेिब्राहिल । नउँौण दैनेि बांजाहेर७ लांगिज । cनहे DDDDD DBBBDD DDDD BBBBB BBBB BB BB DSgg BBB আকাশের খণ্ড-চন্দ্র তাঙ্কাকে অনুসরণ করিয়া ছুটিয়া চলিতে লাগিল, এবং মাটির উপর স্বগু জ্যোৎস্কার ঘুম ভাঙ্গিয়া গেল। ক্রমে গাড়ির গতি যখন মন্দ হইয়া জাসিল এবং বুঝা গেল স্টেশন নিকট আসিয়াছে, তখন সে বঁাশী নামাইয়া রাখিল । উপেন্দ্র হাই তুলিয়া উঠিয়া বসিয়া বলিলেন, নাং, যদি শিখতে হয় ত সানাই বাজাতে শিখব । সেদিন তোর সেতার শুনে মিথ্যে একটা সেতার কিনে ফেললাম । টাকাগুলোই মাটি । সতীশ হাসিয়া বলিল, রক্ষে কর উপনদী, তাই বলে যেন সানাই কিনো না । ঘরে বসে ও যন্ত্রটা শেখবার চেষ্টা করলে আর পাড়ায় লোক টিকতে পারলে না । 参见 উপেন্দ্র লেশমাত্র কুষ্ঠিত না হইয়া বলিলেন, না শিখি ত তোরই ঘরে বসে শিখব। বলিতে দুজনেই হাসিয়া উঠিলেন। পরদিন অনেক বেলায় গাড়ি হাওড়ায় থামিলে উপেঙ্গ জিজ্ঞাসা করিলেন, ভূই কোথায় যাবি য়ে ? সতীশ আশ্চর্ষ্য হইয়া বলিল, ও আবার কি কথা ? তোমার সঙ্গে । তোর যাবার জায়গা নেট ? বেশ যা হোক তুমি ! এ সম্বন্ধে আর কোন কথাও হইল না ! স্টেশনে নামিতেই একজন বিলাতী পোষাক-পরা বাঙ্গালী সাহেব উপেন্দ্রর হাত ধরিলেন । ইনি উপেন্দ্রর বাল্যবন্ধু জ্যোতিস রায়, ব্যারিস্টার । 'তার' পাইয় লইতে আসিয়াছেন। বাহিরে তাঁহার গাড়ি দাড়াইয়াছিল । অল্প-স্বল্প জিনিস-পত্ৰ যাহা সঙ্গে ছিল, কুলি গাড়ির উপরে তুলিয়া দিলে তিনজনে ভিতরে উঠিয়া বসিলেন। বেহাৰী কোচ-বাক্সে চড়িয়া বসিল এবং কোচম্যান গাড়ি হাকাইয়া দিল। অনেক পরে, অনেক রাস্ত গলি পার হইয়া বড় বড় থাম দেওয়া প্রকাও একটা বাটীর সম্মুখে আসিয়া গাড়ি থামিল । তিনজনে নামিয়া গেলেন।

  • >