পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ ধোয়াইয়া জুয়াড়ীর ঘরে ফেরা । ঘরের ছবি অস্পষ্ট, অপ্রকৃত—শুধু পথটাই সত্য। মনে হয়, এই পথের চলাটা যেন আর না ফুরায় । 勤 舉 舉 警 অ্যা । একি শ্ৰীকাস্ত যে ? এ-যে একটা স্টেশনে গাড়ি থামিয়াছে সে খেয়ালও করি নাই। দেখি, আমার দেশের ঠাকুর্দা ও রাঙাদিদি ও একটি সতেরো-আঠারো বছরের মেয়ে ঘাড়ে মাথায় ও কাধে একরাশ মোটঘাট লইয়া প্ল্যাটফৰ্ম্মে চুটাছুটি করিয়া অকস্মাং আমার জানালার সম্মুখে আসিয়া থামিয়াছেন । ঠাকুর্দা বলিলেন, উঃ কি ভিড় ! একটা ছচ গলাবার জায়গা নেই, এই ত তিন-তিনটে মানুষ । তোমার গাড়িটি ত দিব্যি খালি--উঠবো ? উঠুন বলিয়া দরজা খুলিয়া দিলাম। র্তাহারা তিন-তিনটে মাস্থ্য স্থাপাইতে হাপাইতে উঠিয়া যাবতীয় বস্তু নামাইয়া রাখিলেন। ঠাকুর্দ কহিলেন, এ বুঝি বেশী ভাড়ার গাড়ি, আবার দণ্ড লাগবে না ত ? বলিলাম, না, আমি গার্ডসাহেবকে বলে দিয়ে আসছি। গার্ডকে বলিয়া যথাকর্তব্য সমাপন করিয়া যখন ফিরিয়া আসিলাম তখন তাহার। আরামে মিশ্চিস্ত হইয়া বসিয়াছেন। গাড়ি ছাড়িলে রাঙাদিদি আমার দিকে নজর দিলেন, চমকাইয়া বলিলেন, তোর এ কি ছিরি হয়েছে শ্ৰীকান্ত ! এ ষে মুখ শুকিয়ে একেবারে দড়ি হয়ে গেছে ! কোথায় ছিলি এতদিন ? ভ্যাল ছেলে যা হোক ! সেই ষে গেলি একটা চিঠিও কি দিতে নেই ? বাড়িসুদ্ধ সবাই ভেবে মরি। এ সকল প্রশ্নের কেহ জবাব প্রত্যাশ করে না, না পাইলেও অপরাধ গ্রহণ ¥gद्धं नीं । ঠাকুর্দ জানাইলেন, তিনি সস্ত্রীক গয়াধামে তীর্থ করিতে আসিয়াছিলেন এবং এই মেয়েটি তার বড় খালিকার নাতনী-বাপ হাজার টাকা গুনে দিতে চায়, তত্ত্ব এত দিনে মনোমত একটি পাত্র জুটলো না ; ছাড়লে না, তাই সঙ্গে করে আনতে হ’লে । পুটু, প্যাড়ার ইাড়িটা খোল ত। গিৰী, বলি দইয়ের কড়াটা ফেলে আস। হয়নি ত দাও, শালপাতায় করে গুছিয়ে দাও দিকি –গোটা-দুই প্যtড়া এক থাবা দই—এমন দই কখনো মূখে দাওনি ভাস্বা, তা দিবি করে বলতে পারি। নানানা—বটির জলে হাতটা জাগে ধুয়ে ফেল পুটু —ষাকে তাকে ত নয়—এসব মামুবকে কি করে দিতে-ধুতে হয় শেখে । প্লটু যথা আদেশ সম্বত্বে কৰ্ত্তব্য প্রতিপালন করিল। অতএব, অসময়ে ট্রেনের মধ্যে অম্বাচিত প্যাড়া আর দধি জুটল। থাইতে বসিয়া ভাবিতে লাগিলাম আমার ভাগ্যে ৰত অঘটন ঘটে। এইবার পুটুর জন্য হাজার টাকা দামের পাত্র না মনোনীত হইয়া સ્વ