পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ বিভিন্ন বর্ণচ্ছটা পাড়ের ফাক দিয়া ঝলকিয়া উঠিতেছে, তাহার কানের কাছেও কি যেন একটা নীলাভ দ্যুতি, টেবিলে চা খাইতে বসিয়া আমি একদৃষ্টে সেইদিকে চাহিয়া ছিলাম । তাহার একটা দোষ ছিল বাড়িতে সে জামা অথবা সেমিজ পরিত না । তাই কণ্ঠ ও বাহুর অনেকখানি হয়ত অসৰ্তক মুহূর্তে অনাবৃত হইয়া পড়িত, অথচ বলিলে হাপিয়া কহিত, অত পারিনে বাপু পাড়াগায়ের মেয়ে, দিনরাত বিবিয়ানা আর সয় না। অর্থাৎ জামাকাপড়ের বেশী বঁiধাৰ্বাধি শুচিবায়ুগ্রস্তদের অত্যন্ত অস্বস্তিকর । আলমারির পাল্লা বন্ধ করিয়া হঠাৎ আয়নায় তাহার চোখ পড়িল আমার পরে। তাড়াতাড়ি গায়ের কাপড় সামালাইয়া ফিরিয়া দাড়াইল, রাগিয়া বলিল, আবার চেয়ে আছে ? এবার বারে বরে কি আমাকে এত দেখো বলো ত ? বলিয়াই হাসিয়া ফেলিল । আমি হাসিলাম, বলিলাম, ভাবছিলাম বিধাতাকে ফরমাস দিয়ে না জানি কে তোমাকে গড়িয়েছিল । * রাজলক্ষ্মী কহিল, তুমি । নইলে এমন স্মৃষ্টিছাড়া পছন্দ আর কার ? অামার পাচছ’বছর আগে এসেচ, আসবার সময় তাকে বায়না দিয়ে এসেছিলে—মনে নেই বুঝি ? না, কিন্তু তুমি জানলে কি করে ? চালান দেবার সময় কানে কানে তিনি বলে দিয়েছিলেন। কিন্তু হ’লো চা খাওয়া ? দেরি করলে যে আজও যাওয়া হবে না । নাই বা হ’লো । কেন বলো ত ? সেখানে ভিড়ের মধ্যে হয়ত তোমাকে খুজে পাব না। রাজলক্ষ্মী কহিল, আমাকে পাবে। আমি তোমাকে খুজে পেলে বাচি । বলিলাম, সেও ত ভালো নয়। সে হাসিয়া কহিল, ন, সে হবে না। লক্ষ্মীটি চল । শুনেচি নতুনগোসাইয়ের সেখানে একটা আলাদা ঘর আছে, আমি গিয়েই তার খিলটা ভেঙে রেখে দেব । ভয় নেই, খুজতে হবে না—দাসীকে এমনই পাবে। তবে চলে । আমরা মঠে গিয়ে যখন উপস্থিত হইলাম তখন ঠাকুরের মধ্যাহ্নকালীন পূজা সেইমাত্র সমাপ্ত হইয়াছে। বিনা আহানে, বিনা সংবাদে এতগুলি প্রাণী অকস্মাৎ গিয়া হাজির, তথাপি কি যে তাহারা খুশী হইল বলিতে পারি না। বড়গোসাই আশ্রমে নাই, গুরুদেবকে দেখিতে আবার নবদ্বীপে গিয়াছেন, কিন্তু ইতিমধ্যে জনদুই বৈরাগী আসিয়া আমারই ঘরে আস্তান গাড়িয়াছে। • శి