পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ সে থাবে না ? না। সে ত আমাদের মত বোষ্টম নয়—বামুনের মেয়ে। আমাদের ছোয়া খেলে তার পাপ হয় । তোমার কমললতাদিদি রাগ করলে না ? রাগ করবে কেন, বরঞ্চ হাসতে লাগল। রাজলক্ষ্মৗদিদিকে বললে, পরজন্মে আমরা ছ’বোনে গিয়ে জন্মাব এক মায়ের পেটে । আমি জন্মাব আগে, আর তুমি আসবে পরে। তখন মায়ের হাতে দু'বোনে এক পাতায় বসে খাব । তখন কিন্তু জাত যাবে বললে মা তোমার কান মলে দেবে। শুনিয়া খুশী হইয়া ভাবিলাম, এইবার ঠিক হইয়াছে। রাজলক্ষ্মী কখনো কথায় তাহার সমকক্ষ পায় নাই । জিজ্ঞাসা করিলাম, কি জবাব দিলে সে ? পদ্মা কহিল, রাজলক্ষ্মীদিদিও শুনে হাসতে লাগল, বললে, মা কেন দিদি, তখন বড় বোন হয়ে তুমিই দেবে আমার কান মলে, ছোটর আম্পৰ্দ্ধা কিছুতেই সইবে না । প্রত্যুত্তর শুনিয়া চুপ করিয়া রছিলাম, শুধু প্রার্থনা করিলাম ইহার নিহিত অর্থ কমললত যেন না বুঝিতে পারিয়া থাকে। গিয়া দেখিলাম প্রার্থনা আমার মঞ্জুর হইয়াছে, কমললতা সে-কথায় কান দেয় নাই। বরঞ্চ এই অমিলটুকু মানিয়া লইয়াই ইতিমধ্যে দু'জনের ভারী একটি মিল হইয়া গিয়াছে । বিকালের গাড়িতে বড়গোসাই দ্বারিকাদাস ফিরিয়া আসিলেন, তাহার সঙ্গে আসিল আরও জনকয়েক বাবাজী । সৰ্ব্বাঙ্গের ছাপছোপের পরিমাণ ও বৈচিত্র্য দেখিয়া সন্দেহ রহিল না যে ইহারাও অবহেলার নয়। আমাকে দেখিয়াই বড়গোসাই খুশী হইলেন, কিন্তু পার্ষদগণ গ্রাহ করিল না । না করিবারই কথা, কারণ শুনা গেল, ইহাদের একজন নামজাদা কীৰ্ত্তনীয়া এবং আর একজন মৃদঙ্গের ওস্তাদ । প্রসাদ পাওয়া সমাপ্ত করিয়া বাহির হইয়া পড়িলাম। সেই মরা নদী ও সেই বনবাদাড় । বেণু ও বেতসকুঞ্জ চারিদিকে—গায়ের চামড়া বাচান দায় আসন্ন সূৰ্য্যাস্তকালে তটপ্রান্তে বসিয়া কিঞ্চিৎ প্রকৃতির শোভা নিরীক্ষণ করিব সঙ্কল্প করিলাম, কিন্তু কাছাকাছি কোথাও বোধ করি কচুজাতীয় ‘অর্ণধার মানিক ফুল ফুটিয়াছে। তাহার বীভৎস মাংসপচা গন্ধে তিষ্ঠিতে দিল না। মনে মনে ভাবিলাম, কবিরা ফুল > e te