পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্রহ শাস্তি দিতে পাছে আমার অকল্যাণ করেন । আমার মনের কথাই বা তুমি জানতে পার কি করে ? আমি পারি এ আমার দিবানিশির ভাবনা বলে, কিন্তু তোমার ত তা নয়। হলে খুশী হও । রাজলক্ষ্মী মাথা নাড়িয়া বলিল, না, হইনে । আমি তোমার দাসী, দাসীকে তার চেয়ে বেশী ভাববে না এই আমি চাই । উত্তরে বলিলাম, সেই সে-যুগের মানুষ তুমি—সেই হাজার বছরের পুরানো সংস্কার! রাজলক্ষ্মী বলিল, তাই যেন আমি হতে পারি। এমনই যেন চিরদিন থাকি ! এই বলিয়া সে ক্ষণকাল আমার পানে চাহিয়া থাকিয়া বলিল, এ যুগের মেয়েদের আমি দেখিনি তুমি ভাবচ ? অনেক দেখেচি। বরঞ্চ তুমিই দেখনি, কিংবা দেখেচ কেবল বাইরে থেকে । এদের কারুর সঙ্গে আমাকে বদল করে ত দেখি কেমন থাকতে পার ? আমাকে ঠাট্টা করছিলে নাকখত দিয়েচি বলে, তখন তুমি দেবে দশ হাত মেপে নাকে খত । কিন্তু এ মীমাংসা যখন হবার নয় তখন ঝগড়া করে লাভ নেই। কেবল এইটুকু বলতে পারি, এদের সম্বন্ধে তুমি অত্যন্ত অবিচার করেচ । রাজলক্ষ্মী কহিল, অবিচার যদি করেও থাকি অত্যন্ত অবিচার করিনি তা বলতে পারি। ওগো গোসাই, আমিও যে অনেক ঘুরেচি, অনেক দেখেচি। তোমরা যেখানে অন্ধ সেখানে ও যে আমাদের দশজোড়া চোথ খোলা । কিন্তু সে দেথেচ রঙীন চশমা দিয়ে, তাই সমস্ত ভুল দেথেচ । দশজোড়াই ব্যর্থ। রাজলক্ষ্মী হাসিমুখে বলিল, কি বলব আমার হাত-পা বাধা—নইলে এমন জক্স করতুম যে জন্মে ভুলতে না । কিন্তু সে থাকগে, আমি সে-যুগের মত তোমার দাসী হয়েই যেন থাকি, তোমার সেবাই যেন হয় আমার সবচেয়ে বড় কাজ । কিন্তু তোমাকে আমার কথা ভাবতে আমি একটুও দেব না। সংসারে তোমার অনেক কাজ–এখন থেকে তাই করতে হবে । হতভাগীর জন্যে তোমার অনেক সময় এবং আরও অনেক কিছু গেছে—আর নষ্ট করতে আমি দেব না । বলিলাম, এ জন্যেই ত আমি যত শীঘ্ৰ পারি সেই সাবেক চাকরিতে গিয়ে ভৰ্ত্তি হতে চাই । রাজলক্ষ্মী বলিল, চাকরি করতে তোমাকে ত দিতে পারব না । কিন্তু মনোহারী দোকান চালাতেও ত অামি পেরে উঠব না। কেন পেরে উঠবে না ? প্রথম কারণ, জিনিসের দাম আমার মনে থাকে না, দ্বিতীয় কারণ দাম নেওয়া এবং দ্রুত হিসেব করে বাকী ফিরিয়ে দেওয়া সে আরও অসম্ভব । দোকান ত