পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীকান্তু অস্তৰ্য্যামী, তার কাছে ত ভয় ছিল না, ছিল শুধু তোমাকে । আজ আমি নির্ভয় হয়ে । বাঁচলুম গোসাই । সংসারে এত লোকের মাঝে তোমার ভয় ছিল শুধু আমাকে ? অার কাউকে নয় ? না—আর কাউকে না । শুধু তোমাকে । ইহার পরে দু’জনেই স্তব্ধ হইয়া রহিলাম। এক সময়ে জিজ্ঞাসা করিলাম, বড়গোসাইজী কি বলে ? কমললত কহিল, তার ত কোন উপায় নেই। নইলে কোন বৈষ্ণবই যে এ মঠে আর আসবে না । একটু পরে বলিল, এখানে থাকা চলবে না, একদিন আমাকে যেতে হবে তা জনতুম, শুধু এমনি করে যেতে হবে তা ভাবিনি গোসাই । কেবল কষ্ট হয় পদ্মার কথা মনে করে । ছেলেমানুষ, তার কোথাও কেউ নেই—বড়গোসাই কুড়িয়ে পেয়েছিলেন তাকে নবদ্বীপে, দিদি চলে গেলে সে বড় কাদবে। যদি পার তাকে একটু দেখে । এখানে থাকতে যদি না চায় আমার নাম করে তাকে রাজুকে দিও –ওর যা ভালো সে তা করবেই করবে । আবার কিছুক্ষণ নীরবে কাটিল। জিজ্ঞাস করিলাম, এই টাকাগুলো কি হবে ? নেবে না ? না, আমি ভিখিরী, টাকা নিয়ে আমি কি করব বলে তো ? তবু যদি কখনো কাজে লাগে— কমললত এবার হাসিয়া বলিল, টাকা অামারো ত একদিন অনেক ছিল গো, কি কাজে লাগল ? তবু যদি কখনো দরকার হয় তুমি আছ কি করতে ? তখন তোমার কাছে চেয়ে নেব—অপরের টাকা নিতে যাব কেন ৮ এ কথায় কি যে বলিব ভাবিয়া পাইলাম না, শুধু তাহার মুখের পানে চাহিয়া রহিলাম । সে পুনশ্চ কহিল, না গোসাই, আমার টাকা চাইনে, যার শ্ৰীচরণে নিজেকে সমপণ করেচি, তিনি আমাকে ফেলবেন না। যেখানেই যাই সব অভাব তিনিই পূর্ণ করে দেবেন। লক্ষ্মীটি, আমার জন্যে ভেবে না। পদ্মা ঘরে আসিয়া বলিল, নতুন গোসাইয়ের জন্য প্রসাদ কি এ ঘরেই আনব দিদি ? ই, এখানেই নিয়ে এস। চাকরটিকে দিলে ? হুঁ, দিয়েচি । তৰু পদ্মা যায় না, ক্ষণকাল ইতস্তত: করিয়া বলিল, তুমি খাবে না দিদি ? খবো রে পোড়ারমূখী, খাবো । তুই যখন আছিস তখন না খেয়ে কি দিদির নিস্তায় আছে ? > S >