পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকান্ত রাখিয়াছে। কহিলাম, এইটুকুও তুমি ফিরিয়ে দিলে ? কতবার ওঠানামা করতে হবে, এ বোঝা বইবে কে ? দ্বিতীয় বস্ত্রটিও সঙ্গে আলোনি—সেও কি বোঝা ? দেব দু-একটা বা’র করে ? বেশ যা হোক তুমি । তোমার কাপড় ভিখিরীব গায়ে মানাবে কেন ? বলিলাম, কাপড় মানবে না, কিন্তু ভিখারীকেও খেতে হয় । পৌছতে আরও দু’দিন লাগবে, গাড়িতে থাবে কি ? যে খাবারগুলো আমার সঙ্গে অাছে তাও কি ফেলে দিয়ে যাব—তুমি ছোবে না ? কমললতা এবর হাসিয়া বলিল, ইস্ রাগ দ্যাখে ; ওগে, ছেব গো ছোব, থাকৃ ওসব, তুমি চলে গেলে আমি পেট ভরে গিলবো । সময় শো, গুইতেছে, আমার ন মিবার মুখে কহিল, একটু দাড়াও ত গোসাই , কেউ নেই, আজ লুকিয়ে তোমায় একটা প্রণাম করে নই ৷ বলিয়া ইঁট হইয়। আজ সে আমার পায়ের ধূলা লইল । BBBB BBBB BBBBB S BB gggK ggKK BBB S gg0 gg BBB BBBB BBB ggBBS BBBB BB DDSDSBBSBB gKKJK DBB BBBBB BB KB BiS gBB KBB BBB BSBBB S BBBB BK BB BBBS BBB ঠাকুরের ফুল তুলিতে এমনি সময়ে তাহার সাথী হইয়াছিলাম । আর আজ ? বঁাশী বাজাইয়। সবুজ আলোর লণ্ঠন নাড়িয়া গার্ডসাহেব ধাত্রর সঙ্কেত করিল। কমললতা জানাল দিয়া হত বাড়াইয়া এই প্রথম আমার হাত ধরিল, কণ্ঠে কি যে মিনতির মুর তাহা বুঝাইব কি করিয়া, বলিল, তোমার কাছে কখনো কিছু চাইনি— অ{জ একটি কথা রাখবে ? ই রাখব, বলিয়া চাহিয়৷ রহিলাম । বলিতে তাহার একমুহূর্ত বাধিল, তারপর কহিল, আমি জানি, আমি তোমার কত আদরের । আজ বিশ্বাস করে আমাকে তুমি তার পাদপদ্মে সঁপে দিয়ে নিশ্চিস্ত gDSBBB ggS BBB BB BBBB BB BB BB BBK BBB B BBBS এই তোমার কাছে আমার প্রার্থন । গাড়ি ছাড়িয়া দিল । তাহার সেই হতট হতের মধ্যে লইয়। কয়েক পদ অগ্রসর হইয়া বলিলাম, তোমাকে তাকেই দিলাম কমললত, তিনিই তোমার ভার নিন । তোমার পথ, তোমার সাধনা নিরাপদ হোক—আমার বলে আর তোমাকে অসম্মান করব না । হাত ছাড়িয়া দিলাম, গাড়ি দূর হইতে দূরে চলিল, গবাক্ষপথে তাহরে আনত মুখের পরে স্টেশনের সারি সারি আলো কয়েকবার আসিয়া পড়িয়া আবার সমস্ত অন্ধকারে মিলাইল । শুধু মনে হইল হাত তুলিয়া সে যেন আমাকে শেষ নমস্কার জানাইল । ઇર્ષ-૨ •