পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ শোন। লেখাপড়া শেখাচ্চিস্ কি না ? বলে, বলিস তোর গোলোক চাটুয্যেকে বাবার মাথাটা যেন কেটে নেয় ! বলে, বেশ করেচি নিজের জায়গায় হাড়ি-দুলে বসিয়েচি—কারো বাপ-ঠাকুর্দার জায়গায় বসাইনি—অমন টের বড়লোক দেখেচি, যে যা পারে তা করুক। শোন, তোর মেয়ের কথাগুলো একবার শোন! জগদ্ধাত্রী লিম্মিত ও কুপিত হইয়া জিজ্ঞাসা করলেন, বলেচিস্ এইসব কথা ? সন্ধ্য মাথা লড়িয়া কহিল, ন, আমি এমন করে বলিনি। রাসমণি তাহারই মুখের উপর হাত নাড়িয়া গর্জন করিয়া উঠিলেন, বললিনে ? এরা সবাই সাক্ষী নেই ? ক্ষিপ্ত প্ৰক্ষিণেই কণ্ঠস্বর অনিৰ্ব্বচনীয় কৌশলে উচ্চ সপ্তক হইতে একেবারে BBBB BBBS BBBB BBB BBBBB BBBB BBBS BBBB BBggS DS ভাল কথাই বলেছিলুম। মঙ্গলবারের বারবেলায় মেয়েট ছাগল-দড়ি ডিঙিয়ে ফেললে, তাই বললুম, আহা, কে এমন করে পথের ওপর ছাগল বাধলে গা ? তাই ন। শুনতে পয়ে ছুলে-ছুড়াঁট ছুটে এসে বছরে মুখের ওপর আঁচল ঘুরিয়ে মারলে ! বলে ঠাকুরমশায়ের জায়গায় ছাগল বেঁধেচি, তুমি বলবার কে ? তাই মা, তোমার মেয়েকে ডেকে শুধু এই কথাটি বলেচি, দিদি, এই যে অবেলায় মেয়েটার নাইতে হবে, বারবেলায় ছাগল-দড়ি ডিঙিয়ে ফেললে—তা তোমার বাবা যদি এদের ভুলে-পাড়। থেকে তুলে এনে বসিতে থাকে ত দিদি, ছাগল-টাগলগুলো একটু দেখে-শুনে BBB BB BDSK0BSBBB BBSBBB S BBBSBBB BBBBBBBS বুড়োমানুষ, এই পথেষ্ট ত আসা-যাওয়া করে-মাড়-মাড়ি করে আবার রেগে-টেগে উঠবে—ম, এই । এতেই তোমার মেয়ে আমায় মারতে যা বাকী রেখেচে । বলে, যা যা, তোর চাটুযোদাদাকে ডেকে আন গে। তার মত বড়লোক আমি ঢের দেখেচি। তার বাপের জায়গায় যখন হাড়ী-দুলে প্রজা বসাব, তখন যেন সে শাসন করতে আসে । আচ্ছ, তুমিই বল দিকি মা, এইগুলো কি মেয়ের কথা ? জগদ্ধাত্রী অগ্নিমূৰ্ত্তি হইয়া কহিলেন, বলেচিস্ এইসব ? সন্ধা। এতক্ষণ পর্য্যন্ত নিৰ্ব্বক বিস্ময়ে রসমণির মুখের প্রতি চাহিয়াছিল, মায়ের কণ্ঠস্বরে চকিত হইয়া ঘাড় ফিরাষ্টয়া শুধু বলিল, না । বলিস্নি তবে কি মাস মিছে কথা কইচে } বল মা, তাই একবার তোর মেয়েকে বল । সন্ধ্য মুহূৰ্ত্তকাল মৌন থাকিয় মায়ের প্রশ্নের উত্তর দিল, জানিনে মা, কার কথ মিছে । কিন্তু তোমার আপনার মেয়ের চেয়ে এই পাতানো-মালীকেই যদি বেশ চিনে থাকে। ত না হয় তাই । এই বলিয়া দ্বিতীয় প্রশ্নের পূর্কেই খোলা দ্বার দিয়া দ্রুতপদে ভিতরে চলিয়া গেল। } e e