পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ জগদ্ধাত্রী আকুল হইয়া কছিলেন, কি হয়েছে মাদী ? খুলে না বললে বুঝব কি করে ? -- রাসমণি একটু হাসিয়া বলিলেন, খুলে বলতে হবে ? তবে বলি। তোরা মায়েঝিয়ে ঢের পুণ্যি করেছিলি, নইলে এ কখনো হয় না । ভেবে মরছিলি মেয়েটার বিয়ে দিবি কি করে,—এখন য—একেবারে রাজার শাশুড়ী হয়ে ব’ গে। কথা শুনিয়া জগদ্ধাত্রী দুই চক্ষু কপালে তুলিয়া চাহিয়া রহিলেন। রাসমণি সদয়কণ্ঠে কহিলেন, তোর একার দোষ নেই জগে, শুনে আমিও অমনি করে চেয়েছিলুম, মনে হ’লো বুঝি-বা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপন দেখচি । জগদ্ধাত্রী বলিলেন, খুলে বল মা মাস কি হয়েচে ? অামি যে আকাশ-পাতাল ভেবে মরে গেলুম । রাসমণি তখন জগদ্ধাত্রীর বাম বাছটা নিজের মুঠার মধ্যে গ্রহণ করিয়া কানের কাছে মুখ আনিয়া ফিসফিস্ করিয়া বলিলেন, কথাটা গোপনে রাখি মা, আহলাদে এখুনি জানাজানি করে ফেলিসনে—ভাঙচি পড়ে যেতে পারে । আমাকে ছাড়া নাকি চাটুযোদাদা আর জন-প্রাণীকে বিশ্বাস করেন না, তাই সকালেই ডেকে আমাকে বললেন, রাস্তু, জগদ্ধাত্রীকে খবরটা দিয়ে এসে গে দিদি । তার মেয়ের জন্যে আর ভেবে মরতে হবে না—আমার হাতেই সঁপে দিয়ে একেবারে রাজার শাশুড়ী হয়ে পায়ের উপর পা দিয়ে ঘরে বস্থক গে। মনে ভাবলাম, আমারও বৈকুণ্ঠপুর শূন্য খ খ করচে–ছেলেটাও মানুষ হচ্ছে না—যাক, এক কাজে দু'কাজ হবে। একটা ব্রাহ্মণের কুসরক্ষাও করা হবে, গায়ের মেয়ে গায়েই থাকবে । তাদেরও ত সবেমাত্র ওই মেয়েটি— কিন্তু কথাটাকে তিনি রাজার ভাবী শাশুড়ীর মুখের দিকে চাহিয়া আর শেষ করিতে পারিলেন না। শুনিতে শুনিতে জগদ্ধাত্রী একেবারে যেন কাঠ হইয়া গিয়াছিলেন । রাসমণি ব্যস্তভাবে বলিয়া উঠিলেন, কি হ’লে রে জগে ? জগদ্ধাত্রী নিজেকে সামলাইযা লইয়া নিশ্বাস ফেলিয়া কহিলেন, না: মাসী, গোলোকমামা তোমাকে তামাশ করেচেন । তামাশা কি লো ? এতটা বয়স হ’লো তামাশা কাকে বলে জানিনে ? তা ছাড়া ভাই-বোনে তামাশা ? জগদ্ধাত্রী কহিলেন, তামাশা বই কি মালী । একি কখন হতে পারে ? রাসমণি একটু হাসিলেন, বলিলেন তা সত্যি বাছা—আমারও প্রথমে তাই মনে হয়েছিল। মনে হয়েছিল বুঝি-বা স্বপনই দেখচি। কিন্তু পরেই বুঝলাম, ন, জেগেই আছি । মেয়েটার অদৃষ্ট বটে ! নইলে কুলীনের মেয়ের ভাগ্যে এ কেউ Soot