পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ জড়িয়ে-এ হয়েচে তাই। তুমি আম্বারা না দিলে পুরুষমাহুষের দোষ কি ! কই বলুক ত দেখি এমন ব্যাটাছেলে কে আছে স্বাসী বামনীকে ? ইহার আর উত্তর কি ? জ্ঞানদা নীরবে অঞ্চলে চোখ মুছিতে লাগিল। রাসমণি অপেক্ষাকৃত শাস্ত গলায় বলিলেন, বেশ ত জ্ঞানদা, কাওরাবোঁয়ের ওষুধ খেতে যদি তোমার ভয় হয়, প্রিয় মুখুয্যেকে ত বিশ্বেস হয় ? সেই না হয় একটা কিছু দেবে যাতে— জ্ঞানদা অবাক হইয়া বলিল, তিনি দেবেন ? রাসমণি বলিলেন, ছ ? দেবে না আবার ! চাটুয্যেদাদা বললে দিতে পথ পাবে না। খবর দেওয়া হয়েচে, এসে পড়ল বলে। তখন কিন্তু না বললে আর হৰে না বলে দিচ্চি । জ্ঞানদা চুপ করিয়া রহিল ; রাসমণি অধিকতর উৎসাহজনক আরও কিছু বলিতে যাইতেছিলেন, কিন্তু অদূরে প্রাঙ্গণে জুতার শব্দ ও প্রিয় মুখুয্যের গলা শোনা গেল— আঃ! এখানে একটা আলো দেয় না কেন ? লোকজন সব গেল কোথায় ? বলিতে বলিতে খট্‌খটু করিয়া তিনি ঘরে আসিয়া উপস্থিত হইলেন । বগলে চাপ ছোট-বড় চার-পাঁচখানা বই তক্তাপোশের উপর এবং হাতের বাক্সটা নিচে রাখিতে রাখিতে বসিলেন, আজ কেমন আছে জ্ঞানদা ?—উছ—ও চলবে না-ও চলবে না —ঠাণ্ডা পড়েচে, মাটিতে বসা চলবে ন—রেমিডিটা একটু পাণ্টে দিতে হ’লে৷ দেখচি ! এ কে, মাসী যে ! কতক্ষণ ? ভালো ত সব ? তোমার নাতনীকে কাল রাস্তায় দেখলাম—তেমন ভাল বলে ত মনে হ’লে না ? ক্ষিদে কেমন? কাল নিয়ে নিয়ে তার জিভটা একবার দেখিয়ে দিকি । মরবার ফুয়সত নেই, কোনদিকে যে মই যেদিকে নজর না রাখব অমনি—কাল মেয়েটার বিয়ে, মাসী, কাল কিন্তু সকালবেলাতেই যাওয়া চাই। মেয়ের বিয়ে, কাল কিছু আর বা’র হতে পারব না –কিন্তু রুগীগুলোর কি যে হবে ভাই কেবলি ভাবচি। একটা ত নয়! এমন হয়েছে নে প্রিয় মুখুয্যেকে ছেড়ে আর বিপনেকে ডাকতেই চায় না। তারই বা চলে কি করে ? দুঃখও হয়, তবু যা হোক একটু শিখেচে ত! দাও হাতটা একবার aব। পঞ্চা গয়লার শুনলাম বুকে সর্দি বসে গেছে—খপ করে একবার দেখে আসতে হবে । দী3 হাতটা একবার জ্ঞানদা হাত বাড়াইয়া দিল না, নীরবে নতমুখে বসিয়া রহিল। স্বাসমণি বলিলেন, দুড়ীর ব্যারামটা কি ঠাওরালে বল দিকি জামাই ? প্রিয় তাহার মুখের দিকে চাহিয়া কহিলেন,ডিস্—গরহজম—অজীর্ণ—অস্কল! অল! কিন্তু প্রশ্বকারিণীর স্বছ যুদ্ধ শিরক্ষালনা দেখিয়া তাহার ডাক্তারি-বিদ্যা একেবারে নিবিবার উপক্রম করিল। ব্যত্র হইয়া কহিলেন, কেন, কেন ? নয় কেন ? বিপনে & S 8