পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ চিবাইতে ঘরে চলিয়াছে । তাহদের আনন্দ ও পত্ত্বি তৃপ্তি ধরে না । জ্যে,ংস্কার আলোকে পাছে ইহারা চিনিয়া ফেলে এই ভয়ে সন্ধ্যা পিতার হাত ধরিয়া পথের ধার ঘেষিয়া দাড়াইল এবং তাহারা চলিয়া গেলে আবার পথ চলিতে লাগিল । মোড় ফিরিয়াই ইহাদের ভূরিভোজনের হেতু বুঝা গেল। পার্থের আমবাগানের ভিতর দিয়া গোলোক চাটুয্যেমহাশয়ের বাট হইতে প্রচুর আলোক এবং প্রচুরতর কলরব আসিতেছে। লুচি আনো, তরকারি এই দিকে, দই কে দিচ্চে, মিষ্টি কই-- প্রভৃতি বহুকণ্ঠ—নি:স্বত শব্দে সমস্ত স্থানটা জমজম করিতেছে। প্রিয় কহিলেন, গোলোক চাটুয্যেমশায়ের আজ বৌভাত কিনা। কাজকর্থে চাটুয্যেমশাই খাওয়ায় ভাল। শুনলাম পাঁচখানা গ্রাম বলা হয়েছে—ৰামুন-শৃদ্ধর কেউ বাদ পড়েনি । সন্ধ্যা অবাক হইয়া কহিল, কার বৌভাত বাবা ? গোলোক ঠাকুর্দার ! প্রিয় কহিলেন, হুঁ, প্রাণকৃষ্ণের মেয়েটাকে পরশু বিয়ে করলেন কিনা ! সন্ধ্যার মুখ দিয়া কেবল বাহির হইল, হরিমতী ? তার বৌভাত ? প্রিয় কহিলেন, হাই, হরিমতীই নাম বটে। গরীব বামুন বেঁচে গেল-মেয়েট বড় হয়ে—কি রে ? কিছু না বাবা, চল, আমরা এখান থেকে একটু তাড়াতাড়ি যাই । এই বলিয়া সন্ধ্যা পিতার হাত ধরিয়া তঁহাকে একপ্রকার টানিয়া লইয়া রেল-স্টেশনের উদ্দেশ্যে প্রস্থান করিল। 磷 嶽 # 藥 পিতাকে লইয়া সে যখন স্টেশনে আসিয়া পৌছিল তখন গাড়ির প্রায় অৰ্দ্ধখন্ট। বিলম্ব আছে । পল্লীগ্রামের ছোট স্টেশনে, বিশেষতঃ রাত্রি বলিয়া, লোক কেহ ছিল না, শুধু প্ল্যাটফর্মের একধারে একটা করবীবৃক্ষের অন্ধকার ছায়ায় কে একটি স্ত্রীলোক বসিয়াছিল, সে ইহাদের দেখিবামাত্রই ব্যস্ত হইয়া মাথায় কাপড় টানিয়া দিল । প্রিয় সরিয়া দাড়াইলেন, কিন্তু সন্ধ্যার তীক্ষ চক্ষুকে সে একেবারে ফাকি দিতে পারিল না। সন্ধ্যা মিনিটখানেক নিঃশব্দে লক্ষ্য করিয়া সবিস্ময়ে বলিল, জ্ঞানদাদিদি, তুমি যে এখানে ? একলা যে ? সন্ধ্যা ঠিক চিনিয়াছিল, জ্ঞানদা মুহূর্তে দুই হাত বাড়াইয়। তাহাকে বুকে টানিয় লইয়া ফুকারিয়া কাদিয়া উঠিল। সন্ধ্যার বিস্ময়ের পরিসীমা রহিল না। সে নিজের দুর্ভাগ্যেই অভিভূত ছিল, ইতিমধ্যে তাহারই পাশের বাড়িতে আর একজন হতভাগিনীর ভাগ্য যে কোন অতলে তলাইতেছিল তাহার কিছুই জানিত না, কিন্তু প্রিয় একেবারে বিবর্ণ হইয়া উঠিল । ३.३**