পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামুনের মেয়ে সৰ্য কহিল, তুমি কোথায় যাবে জানোদিদি ! জ্ঞানদার রুদ্ধকণ্ঠ দিয়া শব্দ বাহির হইল না, সে কেবল মাথা নাড়িয়া জানাইল, গন্তব্যস্থল যে কোথায় তাহা সে জানে না । ইহার পর অনেকক্ষণ পৰ্যন্ত কেহই কোন কথা কহিল না। কিন্তু গাড়ির সময় নিকটবৰ্ত্তী হইয়া আসিতেছে, টিকিট কিনিতে হইবে, তাই প্রিয় অনেক চেষ্টার স্বর মন করি। কছিলেন, তুমি কোথায় যাবে জানা ? তোমার কি টিকিট কেন হয়েছে ? জ্ঞানদা তেমনি মাথা নাড়িয়া বলিল, না। তাহার পরে অশ্রুবিকৃত-কণ্ঠে জিজ্ঞাসা করিল, আপনি কোথায় যাবেন ? প্রিয় বলিলেন, বৃন্দাবনে । সন্ধ্যাও কি সঙ্গে যাৰে ? প্রিয় কছিলেন, ই ৷ জানা অঞ্চলের গ্রন্থি খুলিয়া কতকগুলি টাকা প্রিয়র কাছে রাখিয়া দিয়া বলিল, টিকিটের দাম কত আমি জানিনে, কিন্তু এই পঞ্চাশটি টাকা আমার আছে— জামাকেও একখানি বৃন্দাবনের টিকিট কিনে দিন ? কেবল এইটুকু আমাকে সঙ্গে নিন, তার বেশী আর আমি পৃথিবীতে কারও কাছে কিছু চাইব না। প্রিয় ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া শেষে আস্তে আস্তে বলিলেন, আচ্ছ, চল জামাদেরই সঙ্গে । ३३१