পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ পাণ্ডুরত আজ তাহারও চোখে পড়িল। হাতের কাগজখানা রাখিয়া দিয়া বলিলেন, অাজ কখন জর এল ? সিদ্ধেশ্বরী অভিমানভয়ে কহিলেন, তবু ভালো, জিজ্ঞাসা করলে। গিরীশ ব্যস্ত হইয়া কহিলেন, বিলক্ষণ । জিজ্ঞেস করিনি ত কি ? পরশুও ত মণিকে ডেকে বললুম, তোর মাকে ওষুধ-টষুধ দিল ? তা আজকালকার ছেলেগুলো হয়েচে সব এমনি যে, বাপ-মাকে পর্য্যস্ত মানে না । সিদ্ধেশ্বর বিরক্ত হইয়া বলিলেন, বুড়ে বয়সে মিথ্যে কথাগুলো আর ব’লে না। পনের দিন হয়ে গেল, মণি তার পিসীর ওখানে এলাহাবাদে গেছে, আর তুমি তাকে পরশু জিজ্ঞাসা করলে ! কখনো যা করেনি, তা কি আজ করবে ? তা নয়, আমি সেজন্তে আসিনি। আমি এসেচি জানতে, ব্যাপারটা কি ? ছোটঠাকুরপোর সঙ্গে মামলা-মোকদ্দমা কিসের ? গিরীশ মহা খাপ্পা হইয়া উঠিলেন, সেটা একটা চোর ! চোর! একেবারে লক্ষ্মীছাড়া হয়ে গেছে ; বিষয়-পত্র সব নষ্ট করে ফেললে। সেটাকে দূর করে না দিলে দেখচি আর ভদ্রস্থ নেই -- সমস্ত ছারখার ধ্বংস করে দিলে । সিদ্ধেশ্বরী প্রশ্ন করিলেন, আচ্ছ তা যেন দিলে, কিন্তু মামলা-মোকদ্দমাত শুধু শুধু হয় না, টাকা খরচ করা ত চাই ? ছোটঠাকুরপে টাকা পাচ্ছে কোথায় ? ইতিমধ্যে হরিশ নামিয়া আসিয়া ছেলেদের পড়িবার ঘরে যাইতেছিলেন, দাদার উচ্চকণ্ঠে আকৃষ্ট হইয়া ধীরে ধীরে ঘরে ঢুকিলেন। তিনি জবাব দিলেন-টাকার কথা ত এইমাত্র মেজবোঁ বলে দিলেন বড়বৌঠান। পাটের দালালির নাম করে দাদার কাছ থেকে হাজার-চারেক নিয়েছিল, সেটা ত হাতে আছেই ; তা ছাড়া, ছোটবৌমার হাতেই এতদিন টাকাকড়ি সমস্ত ছিল—বুঝেই দেখ না । গিরীশ পুনরায় উত্তেজিত হইয়া বলিলেন, আমার সর্বস্ব নিয়ে গেছে, কিছু কি আর রেখেচে হে হরিশ। সেটা একেবারে বেহেড লক্ষ্মীছাড়া হয়ে গেছে । শুক্রবার দিন কোর্টে এসে বলে, বাড়ি-ঘর-দোর মেরামত করতে হবে, পাচশ টাকা চাই । হরিশ অবাক হইয়া গেলেন, বলেন কি ? সাহস ত কম নয়। গিরীশ কহিলেন, সাহস বলে সাহস । একেবারে লম্বা ফর্গ-এখানটা সারাতে হবে, ওখানটা গাখতে হবে, এটা না বদলালে নয়, ওটা না করলেই চলে না। শুধু কি ভাই। সংসারের অনটন-শীতের কাপড় চোপড় কিনতে হবে—ধান কিনে, আলু কিনে রাখতে হবে—এমনি হাজারে খরচ দেখিয়ে আরও তিনশ টাকার দরকার। হরিশ অসহ ক্রোধ কোনমতে সংবরণ করিয়া শুধু কছিলেন, নির্লজ! তার পরে ? গিরীশ বলিলেন, ঠিক তাই। হতভাগার একেবারে লজ্জালয়ম নেই—একেবারে নেই। এই আটশ' টাকা নিয়ে তবে ছাড়লে ? ২৭২