পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2र्थन अझ अथम धिं বিজয় । জগদীশ মুখুয্যে কি সত্যিই ছাদ থেকে পড়ে মারা গিয়েছিলেন ? বিলাস। তাতে সন্দেহ আছে নাকি ? মদমত্ত অবস্থায় উড়তে গিয়েছিলেন। বিজয়া। কি দুঃখের ব্যাপার! বিলাস। দুঃখের কেন ? অপঘাত-মৃত্যু ওর হবে না তো হবে কার ? জগদীশবাৰু শুধু আপনার স্বৰ্গীয় পিতা বনমালীবাবুই সহপাঠী বন্ধু নয়, আমার বাবারও ছেলেবেলার বন্ধু । কিন্তু বাবা তার মুখও দেখতেন না। টাকা ধার করতে দু'বার এসেছিল—বাবা চাকর দিয়ে বা’র করে দিয়েছিলেন। বাবা সৰ্ব্বদাই বলেন, এইসব অসচ্চরিত্র লোকগুলোকে প্রশ্রয় দিলে মঙ্গলময় ভগবানের কাছে অপরাধ করা হয় । বিজয়া। এ কথা সত্যি । বিলাম। বন্ধুই হ’ন আর ধেই হ’ন। দুৰ্ব্বলতাবশতঃ কোনমতেই সমাজের চরম আদর্শকে ক্ষুণ্ণ করা উচিত নয় । জগদীশের সমস্ত সম্পত্তি এখন স্তায়ত: আমাদের । তার ছেলে পিতৃঋণ শোধ করতে পারে, ভাল, না পারে আমাদের এই দণ্ডেই সমস্ত হাতে নেওয়া উচিত । বস্তুত: ছেড়ে দেবার আমাদের অধিকার নেই। কারণ, এই টাকায় আমরা অনেক সৎকাৰ্য্য করতে পারি, সমাজের কোন ছেলেকে বিলেত পৰ্য্যন্ত পাঠাতে পারি—ধৰ্ম্মপ্রচারে ব্যয় করতে পারি—কত কি করতে পারি- কেন ত না করব বলুন ? আপনার সম্মতি পেলেই বাবা সব ঠিক করে ফেলবেন বিজয়া একটু ইতস্তত: করিতে লাগিল ] বিলাস। না না, আপনাকে ইতস্তত: করতে আমি কিছুতেই দেব না। বিধা দুৰ্ব্বলতা পাপ, শুধু পাপ কেন মহাপাপ। আমি মনে মনে সঙ্কল্প করেছি, আপনার নাম করে—যা কোথাও নেই, কোথাও হয়নি-আমি তাই করব। এই পাড়াগায়ের মধ্যে ব্ৰহ্মমন্দির প্রতিষ্ঠা করে, দেশের হতভাগ্য মুখ লোকগুলোকে ধৰ্ম্মশিক্ষা দেৰ । আপনি একবার ভেবে দেখুন দেখি, এদের অজ্ঞতার জালায় ৰিপন্ন হয়ে আপনার পিতৃদেব দেশ ছেড়েছিলেন কিনা ? তার কঙ্কা হয়ে আপনার কি উচিত নয় এই নোবল প্রতিশোধ নিয়ে তাদের এই চরম উপকার করা। বলুন, श्रां★निहे ७-कथांग्न ऐंख्च्च श्नि । [दिछब्रां नेिक्रसन्न ] अशख ८मटलद्र बाषा ७ककै कड 美婷雷