পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়ী পরেশ । ( ক্ষুঞ্জ-স্বরে ) কানা ভট্চাযিামশাই তেনাদের পাশের বাড়িতেই থাকে কিনা। গোবিন্দ দোকানী বললে, নরেন্দরবাবুর খবর তিনিই জানে । বিজয়া। (শুক হাসিয়া) আস্থন বস্থন। ( পরেশের প্রতি) তুই এখন যা না পরেশ । ভারী তে কথা—তার আবার—সে আর একদিন তখন জেনে আসিস না হয় । এখন যা— পরেশ কিছু না বুঝিয়া চলিয়া গেল। ] নরেন । আপনি নরেনবাবুর খবর জানতে চান ? তিনি কোথায় আছেন, এই ? বিজয় । ( একটু ইতস্ততঃ করিয়া ) ই, তা সে একদিন জানলেই হবে। নরেন । কেন ? কোন দরকার আছে ? বিজয়া। দরকার ছাড়া কি কেউ কারে খবর রাখতে চায় না ? নরেন। কেউ কি করে না করে সে ছেড়ে দিন । কিন্তু আপনার সঙ্গে তো তার সমস্ত সম্বন্ধ চুকে গেছে । আঁবার কেন তার সন্ধান নিচ্ছেন ? ঋণ কি সব শোধ হয়নি ? ( বিজয় নীরব রহিল । ) যদি আরও কিছু দেন। বার হয়ে থাকে, তা হলেও আমি যতদূর জানি, তার এমন কিছু আর নেই যা থেকে সেই বাকী টাকা শোধ হতে পারে। এখন আর তার খোজ করা বৃথা । বিজয় । কে আপনাকে বললে, আমি দেনার জন্যেই তাঁর সন্ধান করছি ? নরেন । তাছাড়া আর যে কি হতে পারে, আমি তো ভাবতে পারিনে । তিনিও আপনাকে চেনেন না, আপনিও তাকে চেনেন না । বিজয় । তিনিও আমাকে চেনেন । আমিও তাকে চিনি। নরেন । তিনি আপনাকে চেনেন একথা সত্যি, কিন্তু আপনি তাকে চেনেন না ! বিজয়া। কে বললে আমি তাকে চিনি না ? নরেন । আমি জানি । ধরুন, আমিই যদি বলি আমার নাম নরেন, তাতে ৫ তে আপনি না বলতে পারবেন না । বিজয় । না বলতে সত্যিই পারব না, এবং আপনাকেও বলব এই সত্যি কথাটা আপনারও অনেক পূৰ্ব্বেই আমাকে বলা উচিত ছিল । নরেন মলিনমুখে নীরব হইয়া বুহিল ) । অন্য পরিচয়ে নিজের আলোচনা শোন, আর লুকিয়ে আড়ি পেতে শোন, ছুটোই কি আপনার সমান বলে মনে হয় না নরেনবাৰু? আমার তো হয় । তবে কিনা আমরা ব্রাহ্ম-সমাজের, আর আপনার হিন্দু, এই যা প্রভেদ । নরেন। (একটুখানি মৌন থাকিয়া) আপনার সঙ্গে অনেক রকম আলোচনার মধ্যে নিজের আলোচনাও ছিল বটে, কিন্তু তাতে মন্দ অভিপ্রায় কিছুই ছিল না। শেষ 勒魯彎