পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়া বিজয় । কিন্তু, আপনার মূখ দেখে মনে হয় যেন খাওয়া এখনও হয়নি ! নরেন। (সহস্তে ) গরীব-দুঃখীদের মুখের চেহারাই এইরকম—খাওয়ার ছবিটা সহজে ফুটতে চায় না । আপনাদের সঙ্গে আমাদের তফাৎ ঐখানে । বিজয়া । তা জানি । আপনার microscope-এর দাম কত ? নরেন । কিনতে আমার পাঁচশো টাকার বেশী লেগেছিল, এখন আড়াইশো টাকা—স্থশো টাকা পেলেও আমি দিই—একেবারে নতুন আছে বললেও श्ब्र । বিজয় । এত কমে দেবেন ? আপনার কি এর সব কাজ শেষ হয়ে গেছে ? নরেন । কাজ ? কিছুই হয়নি। বিজয়া। আমার নিজের একটা অনেকদিন থেকে কেনবার সখ আছে—কিন্তু হয়ে ওঠেনি। আর কিনেই বা কি হবে ? কলকাতা ছেড়ে চলে এসেছি ; এখানে শিখবোই বা কি করে ? নরেন । আমি সমস্ত শিখিয়ে দিয়ে যাব । দেখবেন ? ( বিজয়ার সম্মতির অপেক্ষ না করিয়াই microscopeটা বাহির করিয়া একটি ছোট টিপয়ের উপর রাখিয়া যন্ত্রটা দেখিবার মত করিয়া লইল ) আপনি ঐ চেয়ারটায় বস্থান। আমি এক্ষুনি সমস্ত দেখিয়ে দিচ্ছি । অণুবীক্ষণ-যন্ত্রটির সঙ্গে যাদের সাক্ষাৎ পরিচয় নেই, তারা ভাবতে পারে না কতবড় বিস্ময় এই ছোট জিনিসটার ভিতর লুকানো আছে। এই slide-টা ভারী স্পষ্ট । জীবজগতের কতবড় বিস্ময়ই না এইটুকুর মধ্যে রয়েছে। এই দেখুন—(বিজয়ী যন্ত্রটায় চোখ রাখিয়া দেখিতে লাগিল ) কেমন দেখতে পাচ্ছেন তো ? বিজয়া । ই পাচ্ছি। ঝাসা ধোয়ায় সব একাকার দেখাচ্ছে । নরেন। ধোয়া ? দাড়ান—দাড়ান—বোধ হয়—( কলকজা কিছু কিছু ঘুরাইয়া নিজে দেখিয়া লইয়া মুখ তুলিয়া ) এইবার দেখুন । ঐ যে ছোট একটুখানি—কেমন আর তো ঝাসা নেই । বিজয় । না । এবার ঝামার বদলে ধোয়া খুব গাঢ় হয়েছে। নরেন । গাঢ় হয়েছে ? তা কি করে হবে ? বিজয় । ( মুখ তুলিয় ) সে আমি কি করে জানব ? ধোয়া দেখলে কি আগুন দেখছি বলব ? নরেন । তাই কি আমি বলছি ? এই স্কুটা ঘুরিয়ে ফিরিয়ে নিজের চোখের মত করে নিন না ? এতে শক্তটা আছে কোনখানে ? বিজয় কলে চোখ পাতিয়া হাত দিয়া ক্ষু ঘুরাইতেছিল—নরেন ব্যস্ত হইয়। ] নরেন । আহা-হা করেন কি ? কত ঘুরাচ্ছেন,-এ কি চরকা ? দাড়ান °●● ઇ-િ૭૪