পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ নেপথ্যে যাই মা’ বলিয়া কালীপদ প্রবেশ করিল ] কালীপদ, নরেনবাবু বোধ হয় বাইরে কোথাও বসে আছেন । তাকে ডেকে নিয়ে এসে । । কালীপদ মাথা নাড়িয়া প্রস্থান করিল। ] নরেন । ( প্রবেশ করিয়া ) এটা আমি সঙ্গে নিয়েই যাচ্ছি। কিন্তু আজকের দিনটা আপনার বড় খারাপ গেল। অনেক অপ্রিয় কথা আমি নিজেও আপনাকে বলেছি। ওঁরাও বলে গেলেন । কি জানি কার মুখ দেখে আজ আপনার প্রভাত হয়েছিল । বিজয়া। তার মূখ দেখেই যেন আমার প্রতিদিন ঘুম ভাঙ্গে নরেনবাবু। বাইরে দাড়িয়ে আপনি সমস্ত কথা নিজেই শুনতে পেয়েছেন বলেই বলছি যে, আপনার সম্বন্ধে তারা যেসব অসম্মানের কথা বলে গেলেন সে তাদের অনধিকাল্পচর্চা | কাল আমি তাদের সে-কথা বুঝিয়ে দেব। নরেন । তার আবশ্যক কি ? এসব জিনিসের ধারণ নেই বলেই তাদের অামার উপর সন্দেহ জন্মেছে—নইলে আমাকে অপমান করায় তাদের লাভ নেই কিছু। কিন্তু রাত হয়ে যাচ্ছে আমি যাই এবায় । বিজয়া । কাল কি পরও একবার আসতে পারবেন না ? নরেন । কাল কি পরশু ? কিন্তু তার তো আর সময় হবে না । কাল আমাকে কলকাতায় যেতে হবে । সেখানে দু-তিন দিন থেকেই এটা বিক্ৰী করে আমি চলে যাব । আর বোধকরি দেখা হবে না । বিজয়ার দুই চক্ষু জলে ভরিয়া গেল, সে না পারিল মুখ তুলিতে, না পারিল কথা কহিতে। ] (একটু হাসিয়া ) আপনি নিজে এত হাসাতে পারেন, আর আপনারই এত সামান্ত কথায় রাগ হয় ! আমি বরঞ্চ একবার রেগে উঠে আপনাকে মোটা বুদ্ধি প্রভৃতি কত কি বলে ফেলেছি কিন্তু তাতে তে রাগ করেননি ; বরঞ্চ মুখ টিপে হাসছিলেন দেখে আমার আরও রাগ হচ্ছিল । কিন্তু দেখা যদি আর আমাদের নাও হয়, আপনাকে আমার সৰ্ব্বদা মনে পড়বে। বিজয়া মুখ ফিরাইয়া অশ্র মুছিতে গিয়া নরেনের চোখে পড়িয়া গেল, সে ক্ষণকাল সবিস্ময়ে নিরীক্ষণ করিয়া ] একি ! আপনি কঁদছেন যে ! না না, এটা নিতে পারলেন না বলে কোনো দুঃখ করবেন না। কলকাতায় আমি সত্যই বেচতে পারব, আপনি ভাববেন না। এই বলিয়া সে বাক্সটি ধীরে ধীরে হাতে তুলিয়া লইল । ] বিজয় । না, আমি দেব না, ওটা আমার । রেখে দিন । o কাল্প চাপিতে না পারিয়া টেবিলের উপর মাইক্রস্কোপটির উপর মুখ গু জিয়া পড়িয়া কাদিতে লাগিল । নরেন হতবুদ্ধিভাবে একটু দাড়াইয়া ধীরে ধীরে চলিয়া গেল । ] ঔ১২