পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ ৪র্থ। বনমালীবাবুর সম্পত্তি কি বেশ বড় ? ৩য়। বড় অগাধ । যেমন জমিদারী তেমনি নগদ টাকা। একমাত্র কন্যার জন্তে বনমালী প্রভূত ঐশ্বৰ্য রেখে গেছেন। বিলাসের হাতে তা বহুগুণিত হবে আমি বললেম । ৫ম । কিন্তু শুনেছি যুবকটি একটু রূঢ়ভাষী । ৩য় । রূঢ়ভাষী নয়, স্পষ্টভাষী। সত্যের আদর তিনি জানেন । ( ১ম মহিলাটিকে ইঙ্গিতে দেখাইয়া ) আমার স্ত্রীর প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়ে বনমালীর কন্যা বিজয়াকে দিয়ে তিনি একশো টাকা সাহায্য করিয়েছিলেন । তাদের পুরস্কার বিতরণের জন্ধে আরও একশো টাকার প্রতিশ্রুতি দিয়েছেন । ১ম মহিলা । আহা, পথের মধ্যে ওসব কেন ? ৪র্থ। তা হলে বালিকা বিদ্যালয়ের দিকে তো তাদের বেশ বোক অাছে ? ৩য়। কোক ? মুক্তহস্ত । ৪র্থ। মুক্তহস্ত ? বেশ বেশ, মঙ্গলময় মঙ্গল-বিধান করুন । [ প্রস্থান ] [ ৬ষ্ঠ ও ৭ম ব্যক্তিত্বয়ের প্রবেশ ] ৬ষ্ঠ। না, আর দূর নেই, আমরা এসে পড়েছি। ইঁ, স্বৰ্গীয় বনমালীবাবুর সম্পত্তির সমস্ত ভার তার বাল্যবন্ধু রাসবিহারীবাবুর পরেই। শুধু এখন নয় বরাবরই এই ব্যবস্থা। বনমালীবাবু সেই যে দেশ ছেড়ে কলকাতায় এসেছিলেন আর তো কখনো ফিরে যাননি । ৭ম । তার কন্যার সঙ্গে রাসবিহারীবাবুর পুত্রের বিবাহ স্থির হয়ে গেছে ? ৬ষ্ঠ। স্থির বইকি । সম্বন্ধ কন্যার পিতা নিজেই করে যান, হঠাৎ মৃত্যু না হলে বিবাহ তিনিই দিয়ে যেতেন । ‘ম। এ বিবাহ কি গ্রামেই হবে ? ৬ষ্ঠ । এই কথাই তে রাসবিহারীবাবু সেদিন নিজেই বললেন। শুধু তাই নয়, বিয়ের পর ছেলে-বোঁ দেশেই বাস করবে, শহরে নানা প্রলোভনের মধ্যে তাদের পাঠাবেন না এই তার সংকল্প । অন্তত:, যতদিন বেঁচে অছেন । বিশেষত: এত বড় সম্পত্তি দূর থেকে দেখা শোনা যায় না, নষ্ট হবার ভর থাকে। নিজের জীবিতকালেই সমস্ত কাজ-কৰ্ম্ম ছেলেকে শিখিয়ে দিয়ে যাবেন । ৭ম । অতিশয় সং বিবেচনা। বিবাহ হবে কবে ? ৬ষ্ঠ । ইচ্ছা যত শীঘ্র সম্ভব । মন্দির-প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই কথাবার্তা বোধ করি আপনাদের সন্মুখেই পাক হয়ে যাবে। এ বড় মুখের বিবাহ অবিনাশবাৰু। \$ | 8