পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাছিত্য-সংগ্ৰছ বিজয় । ই, বলগে । ( জানালার প্রতি চোখ পড়ায় ) এই যে তৰু একটা কথা শুনেছিল কালীপদ । কাকে দিয়ে জানালাটা খোলালি । কালীপদ । (ইঙ্গিতে দেখাইয়া) উনি খুলে দিলেন । [ এই বলিয়া সে বাহিরে গিয়া একটা ছোট টিপয় জানিয়া নরেনের পাশে রাখিয়া চলিয়া গেল । ] বিজয় । আপনি ! কি করে খুললেন ? নরেন । হাত দিয়ে টেনে । বিজয় । শুধু হাতে টেনে খুলেছেন? অথচ ওরা সবাই বলে মিস্ত্রী ছাড়া খুলৰে না। আপনার হাতটা কি লোহার নাকি ? নরেন । ( সহান্তে) হুঁ, আমার আঙুলগুলো একটু শক্ত। বিজয় । ( হাসি চাপিয়া ) আপনার মাথাটাই কি কম শক্ত ! চুমারলে যেকোন লোকের মাথাটা ফেটে যায় । নরেন । ( উচ্চহাশু করিয়া উঠিল ; তারপরে পকেট হইতে নোট বাহির করিয়া টেবিলের উপর রাখিয়া দিয়া ) এই নিন আপনার স্কুশে টাকা। দিন, আমার সেই ভাঙা যন্ত্রটা । (একটু হাসিয়া ) আমি জোচ্চোর, ঠক, আরও কত কি গালাগালি ওই কন্ট টাকার জন্যে আমাকে বলে পাঠিয়েছিলেন। নিন আপনার টাকা,—দিন स्वांशांश्व खिनिम् । বিজয়। ঠক, জোচ্চোর কাকে দিয়ে বলে পাঠিয়েছিলুম ? নরেন। যাকে দিয়ে টাকা পাঠিয়েছিলেন সেই তো ওসব বলেছিল। বিজয়া। তাকে দিয়ে আর কি বলে পাঠিয়েছিলুম মনে আছে ? নরেন। না, আমার মনে নেই। কিন্তু সেটা আনতে বলে দিন, আমি পুরের ট্রেনেই কলকাত ফিরে যাব । ভালো কথা, আমি কলকাতাতেই একটা চাকরি পেয়ে গেছি। বেশী দূরে আর যেতে হয়নি। বিজয়।। (মুখ উজ্জল করিয়া) আপনার ভাগ্য ভালো। টাকা কি তারাই দিলে ? নরেন । ই, কিন্তু microscope-টা আমার আনতে বলে দিন । ভাষার বেগ সময় নেই । বিজয় । কিন্তু এই সওঁ কি আপনার সঙ্গে হয়েছিল যে, দয়া করে আপনি টাকা এনেছেন বলেই তাড়াতাড়ি ফিরিয়ে দিতে হবে ? নরেন । ( সলজে ) না, ন—তা ঠিক নয়। তবে কিনা ওটা তে আপনার কাজে লাগবে না, তাই ভেবেছিলুম টাকা দিলেই আপনি ফিরিয়ে দিতে রাজী হবেন ! বিজয় । না, আমি রাজী নই। যাচাই করে দেখিয়েছি ওটা জনায়াসে চারশে। টাকায় বিক্ৰী করতে পারি। স্থশো টাকার দেব কেন ? VERN