পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

चब्र९-नाहिङा-नर●यह বিজয় । ( সহসা নিজের হাত বাড়াইয়া দিয়া ) দেখুন তো জামার জর হয়েছে কিনা । নরেন । ( হাত ধরিয়া ) সত্যিই তো আপনার জয় ! ব্যাপার কি ? বিজয় । কাল রাত্তিরে একটু জর হয়েছিল। কিন্তু ও কিছুই নয়। আমার জন্তে বলিনে, কিন্তু সেই পরেশ ছেলেটাকে তো আপনি জানেন—তিনদিন থেকে তার খুব জর । এখানে ভাল ডাক্তার নেই। কালীপদ । [ কালীপদর প্রবেশ ] পরেশের মাকে বল তো পরেশকে এখানে নিয়ে আস্থক । নরেন । না, আনবার দরকার নেই । কালীপদ, চল তো পরেশ কোথায় শুয়ে আছে জামাকে নিয়ে যাবে। কালীপদ । চলুন। নরেন ও কালীপদ প্রস্থান করিলে নলিনী প্রবেশ করিল ] নলিনী ! নমস্কায় ! আমার নাম নলিনী । দয়ালবাবু আমার মামা হন । বিজয়া। ও আপনি ? বন্ধন, সেদিন মন্দির-প্রতিষ্ঠার দিন আপনি অন্ধস্থ ছিলেন, তাই পরিচয় করার জন্তে আপনাকে জায় বিরক্ত করিনি। তারপরেই শুনলুম আপনি চলে গেছেন আপনার মামীম পীড়িত বলে। কিন্তু মনে হচ্ছে কোথায় যেন এর আগে আপনাকে দেখেছি,–আচ্ছ আপনি কি বেথুনে পড়তেন ? নলিনী । ই ; কিন্তু আমার তো মনে পড়ছে না । * বিজয়া। না পড়লেও দোষ নেই, কেবলি কামাই করতুম, শেষে সব সাবজেক্টে ফেল করে পড়া ছেড়ে দিলুম, আই. এ. দেওয়া আর হ’লে ন-আপনি এবার B. Sc. দিচ্ছেন শুনলুম। নলিনী । ই, জামার মনে পড়েছে । আপনি একটা মস্ত গাড়ি করে কলেজে আসতেন । ৰিজয় । চোখে পড়বার মত তো আর কিছু নেই, তাই গাড়ি দিয়ে লোকের দৃষ্টি আকর্ষণ করতুম। ওটা মার্জন করা উচিত। নলিনী । ও-কথা বলবেন না। দৃষ্টি পড়ার মত আপনারও যদি কিছু না থাকে তবে জগতের অল্প লোকেরই আছে । কিন্তু Dr. Mukherjee গেলেন কোথায় ? বিজয়া । গেছেন রোগী দেখতে, এলেন বলে । কিন্তু তিনি এসেছেন আপনি জানলেন কেমন করে মিল দাস ? [ নরেন প্রবেশ করিল । ] নলিনী । এই যে Dr. Mukherjee, (বিজয়ার প্রতি ) আমরা এক গাড়িতেই যে কলকাতা থেকে এলুম। স্টেশনে এলে দেখি Dr. Mukherjee দাড়িয়ে—সেদিন weа в