পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ বিজয়া। না হলেই ভালো, কিন্তু সত্যিই আমি বড় অৱস্থ। তবু সকালে উঠে সব জোর করে ঝেড়ে ফেলে একটু বাইরে যাচ্ছিলুম। নরেন। না, আজ কোথাও যাওয়া চলবে না, চুপ করে তয়ে থাকুন গে। কাল জাবার আগব । বিজয়া। টাকা না পেলেও আসবেন তো ? নরেন । না পেলেও আসবো । বিজয় । ভুলে যাবেন না ? নরেন । না । আমি অল্পমনস্ক প্রকৃতির লোক হলেও আপনার অমুখের কথাট জুলব না নিশ্চয়। [ কালীপদ প্রবেশ করিল। ] কালীপদ । মা, খাবার দেওয়া হয়েছে । বিজয়া । ( নলিনীকে দেখাইয়া ) এরও দেওয়া হয়েছে ? कांठौत्रंझ । ई शां, फू'जएमब्रहे । বিজয় । আমি দেখি গে কি দিলে। আর যদি কখনো সময় না পাই জাজ কাছে বসে আপনাদের দু'জনের আমি খাওয়া দেখব । নলিনী । মিস্ রায়, একি বলছেন ? ভয় কিসের ? বিজয়া । কি জানি আজ আমার কেবলি ভয় করছে । মনে হচ্ছে অসুখ আমার খুব বেশী বেড়ে উঠবে। নরেনবাবু, আজকের দিনটা থাকুন না আপনি ? নরেন । বেশ, আমি রাত্রের ট্রেনেই যাব, কিন্তু আমার কথা শুনতে হবে । নড়াচড়া করতে পাবেন না, এখুনি গিয়ে গুয়ে পড়া চাই । বিজয়া। না, সে আমি শুনব না । আপনাদের খাওয়া আজ আমি দেখবই । তারপরে গিয়ে শোবো । [ প্রস্থান । সঙ্গে সঙ্গে কালীপদ চলিয়া গেল । ] নলিনী। কি ব্যাকুল মিনতি ? ভক্টর মুখার্জি, আমি যাব, কিন্তু আপনি আজ থাকুন। যাবেন না । নরেন । এবেলা আছি । মামার বাড়ি থেকে যাবার আগে সন্ধ্যাবেলায় জাক্স একবার এসে দেখে যাব। জরটা বেশী, ভয় হয় ভোগাবে । নলিনী । ভোগাবে ? তবে তো বড় মুস্কিল! নরেন । তাই তো মনে হচ্ছে । 4. নলিনী । চমৎকার মেয়েটি ! আপনার প্রতি ওর কি বিশ্বাস । মনে হয় না যে এ আপনাকে ঘরছাড়া করতে পারে । নরেন । (হাসিয়া) পেয়েছে তো দেখা গেল। বড়লোকের মেয়ে, গরীবের Walto