পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ থেকে দেবেন, স্বমুখে এসে দেবার দুঃসাহস করবেন না । কিন্তু অনেক চেঁচামেচি DB BLSBB BS SSS BBB BB BBBSBBBSSSBBBB BBB BB BBBB BBB উঠে এসেছে—যান, নীচে যান ! + [ বিলাস ক্রোধে বিস্ময়ে হতবুদ্ধি হইয়া রহিল। তাহার জনলবী দৃষ্টি বিজয়ার গমন-পথের দিকে দৃঢ়-নিবন্ধ রহিল। ব্যস্ত হইয়। রাসবিহারী প্রবেশ করিলেন । ] রাগ। ব্যাপার কি বিলাস ? এত চেচামেচি কিসের ? বিজয়া কোথায় ? বিলাস। জানো বাবা, বিজয় জামায় বললে আমি তার মাইনের চাকর । অঙ্ক চাকরের মত মনিবের মন যুগিয়ে না চললে আমাকে ডিসমিস করবে। রাস। কেন ? হঠাৎ এ-কথা কেন ? কি বলেছিলে তাকে ? বিলাস। বলব আৰায় কি ? কালীপদকে জবাব দিয়েছিলুম-এই হ’লো প্রথম অপরাধ । রাস । বল কি ? তা এত শীঘ্র তাকে জবাব দিতেই বা গেলে কেন ? এই সেদিন নরেনকে খামোক অপমান করলে— জানো তো তার প্রতি বিজয়ার— বিলাস । ওই তো হচ্ছে আসল রোগ । সেই জোচ্চোর লোফারটার জন্তেই তো BB BBS BBS BBS DDDS BB BBS BBB BB BBB BB BBBB SBB নরেনটাকে অপমান করি কোন সাহসে-- BBS BBS BD B BBB S BDS DB BB BBBSBBB DBS তুমি কি ততই একটা না একটা বিভ্রাট বাধিয়ে তুলবে! বিলাস । বিম্রাট কিসের ? ঐ ব্যাটা কালীপদকে তাড়াব না তো কি তাকে বাড়িতে রাখতে হবে ? বলা নেই, কওয়া নেই, হঠাৎ সেই একটা অসভ্য জানোয়ারকে নিয়ে এসে বিজয়ার বিছানার ওপরই বসালে—আর ঐ বুড়ে দয়ালটাও জুটেছে তেমনি ! রাস। আবার তাকেও কিছু বলেছ নাকি ? সৰ্ব্বনাশ বাধালে দেখছি ! বিলাস । বলব না। একশোবার বলব। নরেন ডাক্তারের ওপর তার বড় টান। সেটাকে দিলাম সেদিন ঘর থেকে বা'র করে—আর উনি কিনা লুকিয়ে এসেছেন তারই দালালি করতে, একটা prescription পর্য্যন্ত এনে হাজিয়-বিজয়ার চিকিৎসা হবে। এদিকে স্ত্রীর অস্থখের ছুতো করে বুড়ো চারদিন ডুব মেরে রইল, একবার stsifics tow anal; worthless, old fool! [ রাসবিহারী ক্ৰোধে ও ক্ষোভে নিৰ্ব্বাক শুদ্ধভাবে চাহিয়া রছিলেন । ] ৰিলাস । বিজয়া আজ তোমাকে পৰ্য্যস্ত অপমান করতে ছাড়বে না। রাঙ্গ তাতে তোমার কি ? বিলাস । আমার কি ? আমার মুখের উপর বলবে দয়ালবাবুকে ৱালৰিছাৰী Geh- -