পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

वेिछब्रों গোলমালে একটা মস্ত কাজ ষে আমরা ভুলে যাচ্ছি। দয়ালবাবু, আজ যে বছরের প্রথম দিন । আমাদের ধে অনেক দিনের কল্পনা আজকের শুভদিনে বিশেষ করে মাকে আমরা আশীৰ্ব্বাদ করব । তবে, ভালোই হয়েছে, আমরা না চাইতেই বিলাসকে ডেকে আনতে লোক গেছে। এও সেই করুণাময়ের নির্দেশ । আমুন দয়ালবাবু, আর বিলম্ব করব না— সামান্য আয়োজন সম্পূর্ণ করে নিই-বিলাস এসে পড়লেই আমরা ফিরে এসে বিজয়াকে আমাদের সমস্ত কল্যাণ কামনা উজাড় করে ঢেলে দিয়ে যাব । আন্ধন । [ উভয়ের প্রস্থান। বিজয়। যাইবার পূৰ্ব্বে টেবিলের চিঠিপত্রগুলা গুছাইয়া রাখিতেছিল, কালীপদ মূখ বাড়াইয়া বলিল । কালীপদ । মা, ডাক্তারসাহেব { বলিয়। অদৃপ্ত হইল। নরেন প্রবেশ করিয়া hat ও ছড়িটা একপাশে রাখিতে রাখিতে ] নরেন । নমস্কার | পথ থেকে ফিরে এলুম, ভাবলুম, যে বদরাগী লোক আপনি, না এলে হয়ত ভয়ানক রাগ করবেন। বিজয়া । ভয়ানক রেগে আপনার করতে পারি কি ? নরেন । কি করতে পারেন সেটা তো প্রশ্ন নয়, কি না করতে পারেন সেটাই আসল কথা। কিন্তু বাঃ! আমার ওষুধে দেখছি চমৎকার ফল হয়েছে। বিজয়া । আপনার ওষুধে কি করে জানলেন ? আমাকে দেখে, না করে। কাছে শুনে ! - নরেন। শুনে। কেন, আপনি কি দয়ালবাবুর কাছে শোনেননি যে আমার ওষুধ খেতে পৰ্য্যস্ত হয় না, শুধু প্রেসক্রিপশনটার ওপর চোখ বুলিয়ে ছিড়ে ফেলে দিলেও অৰ্দ্ধেক কাজ হয় ! হাঃ---হাঃ—হাঃ—হf: বিজয়া । ( হাসিয়া ফেলিয়া) তাই বুঝি বাকী অৰ্দ্ধেকটা সারাবার জন্তে পথ থেকে ফিরে এলেন ? কিন্তু ওদিকে নলিনী বেচারা যে আপনার অপেক্ষা করে পথ চেয়ে রইল ? নরেন। তা বটে। দয়ালবাবুর স্ত্রীকে গিয়ে একবার দেখে আসতে হবে । কিন্তু আমাকে নিয়ে আচ্ছা কাণ্ড করলেন তো বিলাসবাবুর সঙ্গে ! ছিছিছি ছি— হাঃ হাঃ হাঃ হাঃ বিজয় । এর মধ্যে বললে কে আপনাকে ? নরেন। দয়ালবাবু। এইমাত্র নীচে র্তার সঙ্গে দেখা—ছি ছি ছি—আপনার ভারী चन्द्रॊध्र ! उग्ौ धश्चन्न । क्षः श्ाः शंः-- বিজয়া । অন্যায় অামার, কিন্তু আপনি এত খুশী হয়ে উঠলেন কেন ? wąt esس}ac