পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ নরেন। (গভীর হইয়া) খুশী হয়ে উঠলুম ? একেবারে না। অবগু এ-কথা সম্পূর্ণ অস্বীকার করতে পারিনে যে, শুনেই প্রথমে একটু আমোদ বোধ করেছিলুম, কিন্তু তারপরে বাস্তবিক দুঃখিত হয়েছি। আপনার মত বিলাসবাবুর মেজাজটাও তেমন ভাল নয়—ভবিষ্কাতে আপনারা ষে দিনরাত লাঠালাঠি করবেন। বিজয়া। আপনি তো তাই চান। নরেন । ( জিভ কাটিয়া সলজ্জে ) না না না না—ছি ছি, ওকথা বলবেন না । সত্যিই অামি শুনে বড় ক্ষুন্ন হয়েছি। তার মেজাজ ভালো নয় বটে, কিন্তু আপনি নিজেও যে অসহিষ্ণু হয়ে কতকগুলো অপমানের কথা বলে ফেলবেন সে-ও ভারী অন্যায়। ভেবে দেখুন দিকি কথাটা প্রকাশ পেলে ভবিষ্যতে কি রকম লজ্জার কারণ হবে ? বিশেষ করে আমার জন্য মাপনাদের মধ্যে এরূপ একটা অপ্রীতিকর ঘটনা ঘটায় – বিজয়া । তাই আহলাদে হাসি চাপতে পাচ্ছেন না ? নরেন । ( গম্ভীরমূখে ) ছি ছি, কেন আপনি বার বার একরকম মনে করছেন ? বিশ্বাস করুন, যথার্থ-ই আমি বড় দুঃখিত হয়েছি । কিন্তু তখন আমি আপনাদের সম্বন্ধে কিছুই জানতুম না। জরের ঘোরে কি একটা সামান্ত কথা আপনি বললেন তাতেই এত ! প্রথমে আমি তো হতবুদ্ধি হয়ে গিয়েছিলুম বিলাসবাবুর উগ্রতা দেখে, তারপরে বাইরে এনে রাসবিহারীবাবু আমাকে বা বুঝিয়ে বললেন তারও সঙ্কেত ঐ ঈর্ষা, এবং মিস নলিনীও স্পষ্ট বললেন ঈর্ষা, আর দয়ালবাবুও তাতেই যেন সায় দিলেন। শুনে লজ্জায় মরে যাই, অথচ সত্যি বলছি আপনাকে, এত লোকের মধ্যে আমার মত একটা নগণ্য লোককে বিলাসবাবুর ঈর্ষা করার কি আছে আমি তো আজও ভেবে পেলুম না। ( ক্ষণকাল মৌন থাকিয়া ) আপনারা তো আবশ্বক হলে সকলের সঙ্গে কথা কন, এতে এমন কি দোষ তিনি দেখতে পেলেন ? যাই হোক, আপনারা আমাকে মাপ করবেন—আর ঐ বাঙলায় কি যে বলে—অতি—অভিনন্দন-আমিও আপনাকে তাই জানিয়ে যাচ্ছি, আপনার স্বর্থী হোন। दिजब्रा । ( भूष क्ब्रिांश्छा ) अडिनन्लन श्रांछ न छांनिदग्र वद्रक्ष् ८महेनिझे जानैर्विक করবেন । নরেন। সেদিন ? কিন্তু ততদিন পারব থাকতে ? বিজয়া । না, লে হবে না। রাসবিহারীবাবুকে কথা দিয়েছিলেন, আপনাকে थोक उद्दे श्हरु । 4. नtग्रनं । कथः क्रेिनि य¢, किड किंग्लई श्रव्छ् कद्रग्र ! शक् िथांकेि जानवहे । (বিজয় জলক্ষ্যে চোখ মুছিয়া ফেলিল ) ভাল কথা । আমার আর একটা ক্ষমা চাইবার জাছে। সেদিন কালীপদকে দিয়ে হঠাৎ microscope-টা পাঠিয়েছিলেন কেন ? 曾畿够 ”