পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विछग्नी বিজয় । ওঁরা কারা নরেনবাবু ? ওঁরা কেউ নেই- আছেন শুধু নলিনী । এখানে খেয়ে গেলে তিনিই রাগ করবেন। বলুন তাকেই আপনার ভয়, বলুন এই কথা সত্যি । নরেন । রাগ করতে আপনারা কেউ কম নয় । আপনাকে কথা দিয়ে সেখানে খেয়ে এলে আপনিই কি রাগ কম করতেন নাকি ? বিজয়া । ই, তাই যান। শীগগির যান, আপনার অনেক দেরি হয়ে গেছে, আর আপনাকে আটকাব না। নরেন । হা, দেরি হয়ে গেছে বটে ; ফিরে যাবার সাতটার ট্রেনটা হয়ত আর ধরতে পারব না । বিজয়া । পারবেন না কেন ? এখন থেকে সাতটা পৰ্য্যস্ত আপনাকে ধরে বসিয়ে নলিনী খাওয়াবেন নাকি ? এখানে তো একটুখানি খেয়েই না না করতে থাকেন, শত উপরোধেও কথা রাখেন না, উপেক্ষা করে উঠে পড়েন । নরেন । একেবারে উল্টো অভিযোগ ? মানুষকে বেশী খাওয়ানোর রোগ আপনার চেয়ে সংসারে কারো আছে নাকি ? উপেক্ষা করা ? আপনাকে উপেক্ষা করে কারো নিস্তায় আছে ? ভয়েই তো সারা হয়ে যায়। বিজয়া । কিন্তু আপনার তো ভয় নেই। এই তো স্বচ্ছন্দে উপেক্ষা করে চলে थुप्लिन | নরেন। উপেক্ষা করে নয়, তাদের কথা দিয়েছি বলে। আর খাওয়াই শুধু নয়, একটা বইয়ের কতকগুলো জিনিস নলিনীর বেধেছে সেইগুলো বুঝিয়ে দিতে হবে। বিজয়া। কি বই ? নরেন। একটা ডাক্তারি বই । তার ইচ্ছে বি. এ. পাশের পরে মেডিকেল কলেজে গিয়ে ভৰ্ত্তি হ’ন । তাই সামান্ত যা জানি অল্পস্বল্প র্তাকে সাহায্য করি। বিজয় । আপনি কি তার প্রাইভেট টিউটর ? মাইনে কি পান ? নরেন । এ বলা আপনার অন্যায়। আপনার কথাবার্তায় আমার প্রায় মনে হয় র্তার প্রতি আপনি প্রসন্ন ন'ন । কিন্তু তিনি আপনাকে কত যে শ্রদ্ধা করেন জানেন না। এখানে এসে পৰ্য্যস্ত যত ভালো কাজ আপনি করেছেন সমস্ত র্তার মুখে শুনতে পাই। আপনার কত কথা। এক কলেজে পড়তেন আপনারা—আপনি কলেজে জাসতেন মস্ত একটা জুড়ি-গাড়ি করে, মেয়েরা সবাই চেয়ে থাকত। নলিনী বলছিলেন, যেমন রূপ তেমনি নম্র আচরণ—পরিচয় ছিল না, কিন্তু তখন থেকে আমরা সবাই বিজয়াকে মনে মনে ভালবাসতুম। এমনি কত গল্প হয়। বিজয়া । কেবল গয়ই যদি হয় আপনি পড়ান কখন ? নরেন। পড়াই কখন ? আমি কি তার মাস্টার, না পড়ানোর ভায় আমার ওপর ।