পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ নাই বা হ’লো—এ যে কাকাবাবুর আশীব্বাদ । কিন্তু বিলাস এল না কেন ? তখনি স্মরণ হ’লো সে আসবে কি করে ? সে সাহল তার কই ? ভাবলাম ভালই হয়েছে সে যে লজ্জায় লুকিয়ে আছে। এমনি হয় মা-অপরাধের দণ্ড এমনি করেই আসে। জগদীশ্বর ! ( একমুহূৰ্ত্ত পরে ) তখন কাছারি-ঘরে ডাক দিয়ে বললাম, তোমরা কে কে জাছ এসে আমাদের সঙ্গে । আজকের দিনে তোমাদের কাছেও বিজয়ার চিরদিনের কল্যাণ-ভিক্ষণ করে আমি নিতে চাই ৷ এসে তো মা আমার কাছে । এই বলিয়া তিনি নিজেই অগ্রসর হইয়া গেলেন । বিজয়া উদভ্ৰান্ত-মুখে এতক্ষণ নীরবে চাহিয়াছিল, এইবার ঘাড় ইেট করিল। রাসবিহারী তাহার কপালে চন্দনের ফোট দিলেন, মাখায় ফুল ছড়াইয়া দিতে দিতে ] সংসারে আনন্দ লাভ কর, স্বাস্থ্য-আয়ু সম্পদ লাভ কর, ব্রহ্মপদে অবিচলিত শ্রদ্ধাভক্তি-বিশ্বাস লাভ কর, আজকের পুণ্যদিনে এই তোমার কাকাবাবুর আশীব্বাদ মা। বিজয় দুই হাত জোড় করিয়া নিজের ললাট স্পর্শ করিয়া নমস্কার করিল। অনেকের হাতেই ফুল ছিল তাহারা ছড়াইয়া দিল । ] রাস। দেখি মা তোমার হাত ফুটি— এই বলিয়া বিজয়ার দুই হাত টানিয়া লইয়া একে একে সেই সোনার বালা ছুটি পরাইয়া দিলেন । ] টাকার মূল্যে এ-বালার দাম নয় মা, এ তোমার ( দীর্ঘশ্বাস মোচন করিয়া ) এ আমার বিলাসের জননীর হাতের ভূষণ । চেয়ে দেখ মা, কত ক্ষয়ে গেছে। মৃত্যুকালে তিনি বলেছিলেন এ যেন না কখনো নষ্ট করি, এ যেন শুধু আজকের দিনের জন্তেই— [ রাসবিহারীর বাস্পরুদ্ধ কণ্ঠস্বর এইবার একেবারে তাডিয়া পড়িল । ] দয়াল। ( আশীব্বাদ করিতে কাছে আসিয়া ব্যস্তভাবে) মা, মুখখানি ষে বড় পাণ্ডুর দেখাচ্ছে, অস্থখ করেনি তো ? বিজয় । ( মাথা নাড়িয়া ) না । দয়াল । স্বর্থী হও, আয়ুষ্মতী হও, জগদীশ্বরের কাছে এই প্রার্থনা করি। বিজয় জাস্থ পাতিয় তাহার পায়ের কাছে প্রণাম করিল ] দয়াল। (ব্যস্ত হইয়া) থাক মা, থাক—আনন্দময় তোমাকে আনন্সে রাখুন। কিন্তু মুখ দেখে তোমাকে বড় প্রান্ত মনে হচ্ছে । বিশ্রাম করার প্রয়োজন। রাস। প্রয়োজন বইকি দয়াল, একান্ত প্রয়োজন। আজ বনমালীর উল্লেখ করে হয়তো তোমার মনে বড় কষ্ট দিয়েছি, কিন্তু না করেও ষে উপায় ছিল না। श्रांजरकब्र उडविप्न डैदिक श्ब्र* कब्री ८ष चांमाग्र कर्डबा । किछ चांद्र कषां करङ्ग cडांभारक ब्लॉक कब्रब ना मा, बां* विवाब कब्र cभ । अग्राण, sण साई, थानब्रा Wፀ¢: