পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ পরেশের মা । যাই দিদিমণি, বামুন-ঠাকুরকে দিয়ে খানকতক গরম লুচি ভাজিয়ে নিই গে । [ পরেশের মা চলিয়া গেল ! প্রবেশ করিল পরেশ এবং তার পিছনে নরেন ] বিজয়া । এই নে পরেশ একটা টাকা। খুব ভালো লাটাই কিনিস্, ঠকিস্নে যেন । পরেশ । না:– [ পরেশ নিমেষে অমৃগু হইয়া গেল ] নরেন । ও:—তাই ওর এত গরজ ! আমাকে নিশ্বাস নেবার সময় দিতে চায় না। লাটাই কেনার টাকা ঘুষ দেওয়া হ’লো! কিন্তু কেন ? হঠাৎ ষে আবার ডাক পড়ল ? বিজয়া । ( ক্ষণকাল নরেনের মুখের প্রতি চাহিয়া ) মুখ তো শুকিয়ে বিবর্ণ হয়ে উঠেছে। কি খেলেন সেখানে ? নরেন। খাইনি। দোরগোড়া পৰ্য্যন্ত গিয়ে ফিরে এলুম, ঢুকতে ইচ্ছেই হ’লো না । বিজয়া । কেন ? নরেন । কি জানি কেন ! মনে হলো কোথাও কারো কাছে আর যাব না,— এদিকেই আর আসব না । বিজয়া । আমি মন্দ লোক, মিছামিছি রাগ করি, আর আপনি ভয়ানক ভালো লোক-না ? নরেন । কে বলেছে আপনাকে মন্দ লোক ? বিজয়া । আপনি বলেছেন । আমাকেই অপমান করলেন, আর আমাকেই শাস্তি দিতে না খেয়ে কলকাতা চলে যাচ্ছেন—কি করেছি আপনার আমি ? বলিতে বলিতে তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিল এবং তাহাই গোপন করিতে সে জানালার বাহিরে মুখ ফিরাইয়া দাড়াইল । ] নরেন । কি আশ্চৰ্য্য ! বাসায় ফিরে যাচ্ছি তাতেও আমার দোষ । [ কালীপদ প্রবেশ করিল ] কালীপদ । মা, আপনার শোবার ঘরে থাবার দেওয়া হয়েছে। বিজয় । ( নরেনের প্রতি ) চলুন আপনার খাবার দিয়েছে। নরেন। আমার কি রকম ? আমি ষে আসব নিজেই তো জানতুম না । বিজয়া । আমি জানতুম, চলুন। নরেন। আমার খাবার ব্যবস্থা আপনার শোবার ঘরে ? এ কখনো হয় ? ই৷ কালীপদ, কার খাবার দেওয়া হয়েছে সত্যি করে বল তো ? St 8