পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়ী রাস। সে বললে শুনব কেন মা ? একটা কিছু নিশ্চয় হয়েছে। সাবধান হওয়া ভালো, আজ আর স্বান ক’রো না যেন । একবার উপরে যেতে হবে ষে । তোমার শোবার ঘরের লোহার সিন্দুকে যে দলিলগুলো আছে একবার ভালো করে পড়ে দেখতে হবে। শুনছি নাকি চৌধুরীরা ঘোষপাড়ার সীমানা নিয়ে একটা মামলা রুজু করবে। বিজয়া । তারা মামলা করবেন কে বললে ? রাস । ( অল্প হাস্ত করিয়া ) কেউ বলেনি মা, আমি বাতাসে খবর পাই । তা না হলে কি এত বড় জমিদারীটা এতদিন চালাতে পারতাম । বিজয়া । তারা কতটা জমি দাবী করেছেন ? রাস। তা, হবে বইকি-খুব কম হলেও সেটা বিঘে-দুই হবে । বিজয়া । এই ? তা হলে তারাই নিন। এ নিয়ে মামলা-মকদ্দমার দরকার নেই । রাস। ( ক্ষোভের সহিত) এরকম কথা তোমার মত মেয়ের মুখে আমি আশা করিনি মা । আজ বিনা বাধায় যদি দু-বিঘে ছেড়ে দিই, কাল যে আবার দুশো বিঘে ছেড়ে দিতে হবে না তাই বা কে বললে ! বিজয়া । সত্যিই তো তা আর হচ্ছে না ; আমি বলি সামান্য কারণে মামলামকদ্দমার দরকার নেই । রাস । ( বারংবার মাথা নাড়িয়া না না, কিছুতেই সে হতে পারে না । তোমার বাবা যখন আমার উপর সমস্ত নির্ভর করে গেছেন এবং যতক্ষণ বেঁচে আছি বিনা আপত্তিতে ছ-বিঘে কেন দু-আঙল জায়গা ছেড়ে দিলেও ঘোর অধৰ্ম্ম হবে। তা ছাড়া আরও অনেক কারণ আছে, সেজন্য পুরনো দলিলগুলো ভাল করে একবার দেখা দরকার। একটু কষ্ট করে ওপরে চল মা-দেরি হলে ক্ষতি হবে। বিজয় । কি ক্ষতি হবে ? রাস । সে অনেক । মুখে-মুখে তার কি কৈফিয়ত দেবো বলে তো । [ সরকার মহাশয়ের প্রবেশ ] সরকার । বাইরের ঘর থেকে খাতাগুলো কি নিয়ে যাব মা ? বিজয় । ( লজ্জিত হইয়া ) একটুও দেখতে পারিনি সরকারমশাই । আজকের দিনট থাক, কাল সকালেই আমি নিশ্চয় পাঠিয়ে দেব । সরকার । যে অজ্ঞে । সরকার চলিয়াঘাইতেছিল, বিজয়া ফিরিয়া ডাকিল । বিজয়া। শুনুন সরকারমশাই! কাছারির ঐ নতুন দরোয়ান কতদিন বছ। হয়েছে ?