পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

देिखश्च। সমাজে কারো সামনে মাথা তোলবার জো রইল না ! ( রাসবিহারী আড়চোখে চাহিয়া র্তাহার মহামস্ত্রের মহিমা নিরীক্ষণ করিলেন । ) বলি এগুলো ভালো, না, নিবারণ করার চেষ্টা করা আমার কাজ নয় । ( বিজয়া নিরুত্তর ) (লাঠি ঠুকিয়া) না, চুপ করে থাকলে চলবে না, এসব গুরুতর ব্যাপার । তোমাকে জবাব দিতে হবে । বিজয়া । ব্যাপার যত গুরুতর হোক, মিথ্যে কথার অামি কি উত্তর দিতে পারি । রাস। মিথ্যে কথা বলে একে উড়োতে চাও নাকি ? বিজয় । আমি উড়োতে কিছু চাইনে কাকাবাৰু। শুধু এ যে মিথ্যে তাই আপনাকে বলতে চাই। এবং মিথ্যে বলে একে আপনি নিজেই সকলের চেয়ে বেশী জানেন তাও আপনাকে জানাতে চাই । রাস । মিথ্যে বলে আমি নিজেই জানি ? বিজয় । ই জানেন । কিন্তু আপনি গুরুজন,—এ নিয়ে তর্কবিতর্ক করতে আমার প্রবৃত্তি হয় না। দলিলপত্র দেখা এখন থাক, মামলা-মকদ্দমার আবশ্বক বুঝলে আপনাকে ডেকে পাঠাব। বিজয় চলিয়া গেল । রাসবিহারী অভিভূতের মত দাড়াইয়া রহিলেন । ] চতুর্থ অঙ্ক अथभ झूच বিজয়ার বাটী-সংলগ্ন উষ্ঠানের অপর প্রাস্ত অদূরে সরস্বতী নদীর কিছু কিছু দেখা যাইতেছে, বিজয়া ও কানাই সিং। দয়াল প্রবেশ করিলেন ] দয়াল । তোমাকে খুজে বেড়াচ্ছি মা ! শুনলাম এইদিকেই এসেছে, ভাবলাম বাড়ি যাবার আগে এদিকটা দেখে যাই যদি দেখা মেলে । বিজয়া । কেন দয়ালবাবু । দয়াল। আজ তৃতীয়া, পূর্ণিমা হ’লো সতেরোই। আর কীট দিন বাকী বলে। তো মা ? বিবাহের সমস্ত উদ্যোগ-আয়োজন এই ক'দিনেই সম্পূর্ণ করে নিতে হবে। অথচ রাসবিহারীবাবু সমস্ত দায়িত্ব আমার উপর ফেলে নিশ্চিন্ত হয়েছেন। বিজয়া। দায়িত্ব নিলেন কেন ? দয়াল। এ যে আনন্দের দায়িত্ব মা,—নেবো না ? বিজয়া । তবে অভিযোগ করছেন কেন ? WGüt