পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ নলিনী । ( চলিতে চলিতে) ডক্টর মুখার্জি, চা না খেয়ে আপনি যেন পালাবেন না। আমাদের ফিরতে দেরি হবে না বলে যাচ্ছি। নলিনী ও বিজয়া চলিয়া গেল ] দয়াল । তুমিও চল না বাবা ওপরে। সেইখানেই খাবে। নরেন। ওপরে গেলেই দেরি হবে দয়ালবাবু, ছ’টার গাড়ি ধরতে পারব না। দয়াল। তুমি ত সেই আটটার ট্রেনে যাও, আজ এত তাড়াতাড়ি কেন ? চা না হয় এইখানেই আনতে বলে দি’ । কি বল ? নরেন। না দয়ালবাবু, আজ চা খাওয়া থাক। (ঘড়ি দেখিয়া) এই দেখুন পাঁচটা বেজে গেছে—আর আমার সময় নেই। আমি চললুম। মামীম যেন দুঃখ না করেন । 参 দয়াল। দুঃখ সে করবেই নরেন । নরেন। না করবেন না। আর একদিন আমি তাকে বুঝিয়ে বলব। [ প্রস্থান ] [ ভিতরে নলিনী ও বিজয়ার হাসির শব্দ শোনা গেল, এবং পরক্ষণে তাহারা দয়ালের স্ত্রীকে লইয়া প্রবেশ করিল। ] দয়ালের স্ত্রী । ( স্বামীর প্রতি ) নরেন কোথা গেল, তাকে দেখছিনে তো ? দয়াল । সে এইমাত্র চলে গেল। কাজ আছে, ছ’টার ট্রেনে আজ তার না ফিরে গেলেই নয় । দয়ালের স্ত্রী । সে কি কথা ! চা খেলে না, খাবার খেলে না,—এমনধারা সে তো কখনো করে না ! সকলেই নীরব । বিজয়া আর একদিকে চোখ ফিরাইয়া রহিল । ] দয়ালের স্ত্রী । ( স্বামীর প্রতি ) তুমি যেতে দিলে কেন ? বললে না কেন আমি ভারী দুঃখ পাব ? দয়াল। বলেছিলুম, কিন্তু থাকতে পারলে না। দয়ালের স্ত্রী । তবে নিশ্চয় কোন জরুরি কাজ আছে । মিছে কথা সে কখনো বলে না ! কি ভদ্র ছেলে মা ! যেমন বিদ্বান তেমনি বুদ্ধিমান । আমাকে তো মরা বাচালে । রোজ বিকালে নলিনী আর ও বসে বসে পড়াশুনো করে, আমি আড়াল থেকে দেখি । দেখে কি যে ভালো লাগে তা আর বলতে পারিনে। ভগবান ওর মঙ্গল করুন । t বিজয় ৷ সন্ধ্যা হয়ে গেল, আমি এবার যাই মামীম । দয়ালের স্ত্রী । তোমার বিয়েতে আমি উপস্থিত থাকবই। তা যত অস্থখই করুক। নরেন বলে, বেশী নড়াচড়া করা উচিত নয়। তা সে বলুকগে-ওদের ' ©ቁ :