পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ পূর্ণ। প্রজাপতির আশীৰ্ব্বাদে কোথাও ক্রট নেই দয়ালবাবু-সমস্ত ব্যবস্থাই ঠিক আছে । [ প্রস্থান ] দয়াল। (ইঙ্গিতে বর-বধূকে দেখাইয়া) নলিনী, এদেরও যা হোক দুটো খেতে দিতে হবে যে মা ! যাও তোমার মামীমাকে বলগে । নলিনী । যাই মামাবাবুদয়াল । আমিও যাচ্ছি চল— [ প্রস্থান ] ক্ষণকালের জন্ত রঙ্গমঞ্চে বত্ব-বধু ভিন্ন আর কেহ রহিল না ] নরেন । গম্ভীর হয়ে কি ভাবছ বল তো ? বিজয়া । ( সহাস্তে ) ভাবছি তোমার দুর্গতির কথা । সেই যে ঠকিয়ে microscope বেচেছিলে তার ফল হ’লো এই । অবশেষে আমাকেই বিয়ে করে তার প্রায়শ্চিত্ত করতে হলো । নরেন। (গলার মালা দেখাইয়া) তার এই ফল ! এই শাস্তি ! বিজয়া । ই তাইতে । শাস্তি কি তোমার কম হ’লে নাকি ! নরেন । তা হোক, কিন্তু বাইরে এ-কথা আর প্রকাশ ক’রো না,—তা হলে রাজ্যিক্ষদ্ধ লোক তোমাকে microscope বেচেতে ছুটে আসবে। (উভয়ের হাস্ত ) নলিনী । ( প্রবেশ করিয়া ) এসো ভাই, আসুন Dr. Mukherjee, মামীম আপনাদের খাবার দিয়ে বসে আছেন,–কিন্তু অমন অট্টহাস্ত হচ্ছিল কেন ! বিজয়া । ( হাসিয়া) সে আর তোমার শুনে কাজ নেই—