পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ ই, ছিলাম । ૭: ! মিনিটখানেক নীরবে কাটিল। পা বাড়াইবার চেষ্টা করিতে লোকটা বলিল, আপনি ত বোষ্টম নয়, ভদ্রলোক-আখড়ার মধ্যে আপনাকে থাকতে দিলে যে ? বলিলাম, সে খবর র্তারাই জানেন । তাদের জিজ্ঞাসা করবেন। ও: ! কমলিলতা থাকতে বললে বুঝি ? ईां । ও ! জানেন ওর আসল নাম কি ? উষাঙ্গিনী । বাড়ি সিলেটে, কিন্তু দেখায় যেন ও কলকাতার মেয়েমানুষ। আমার বাড়িও সিলেটে। গায়ের নাম মামুদপুর। গুনবেন ওর স্বভাব-চরিত্র ? বলিলাম, না । কিন্তু লোকটার ভাবগতিক দেখিয়া এবার সত্যই বিস্ময়াপন্ন হইলাম। প্রশ্ন করিলাম, কমললতার সঙ্গে আপনার কি কোন সম্বন্ধ আছে ? আছে না ? কি সেট ? লোকট। ক্ষণকাল ইতস্ততঃ করিয়া হঠাৎ গর্জন করিয়া উঠিল, কেন, মিথ্যে নাকি ? ও আমার পরিবার হয় । ওর বাপ নিজে থেকে আমাদের কষ্ঠীবদল করিয়েছিল । তার সাক্ষী আছে । কেন জানি না আমার বিশ্বাস হইল না । জিজ্ঞাসা করিলাম, আপনারা কি জাত ? श्रांभग्नां दांग्लं★-डिजेि । আর কমললতা ? প্রত্যুত্তরে লোকট। তাহার সেই মোট ভ্র-জোড়া ঘৃণায় কুঞ্চিত করিয়া বলিল, ওরা গুড়ী, ওদের জলে আমরা পা ধুইনে। একবার ডেকে দিতে পারেন ? না । আখড়ায় সবাই যেতে পারে, ইচ্ছে হলে আপনিও পারেন । লোকটা রাগ করিয়া বলিল, যাব মশাই যাব। দারোগাকে দু’পয়সা খাইয়ে রেখেচি, পেয়াদা সঙ্গে করে একেবারে ঝুটি ধরে টেনে বার করে আনব । বাবাঙ্গীর বাবাও রাখতে পারবে না । শালা রাস্কেল কোথাকার । আর বাক্যব্যয় না করিয়া চলিতে লাগিলাম। লোকটা পিছন হইতে কর্কশকণ্ঠে কহিল, তাতে আপনার কি হ’লো ? গিয়ে একবার ডেকে দিলে কি শরীর ক্ষয়ে ৰেত মাকি ? ও:-ভদ্রলোক ! আর ফিরিয়া চাহিতে ভরসা হইল না। পাছে রাগ সামলাইতে না পারি এবং এই অতি দুৰ্ব্বল লোকটার গায়ে হাত দিয়া ফেলি এই ভয়ে একটু ক্রতপদেই প্রস্থান করিলাম। মনে হইতে লাগিল বৈষ্ণবীর পলাইবার হেতুটা বোধ হয় এইখানেই cकॉषांब्र लक्लिङ । o