পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথের দাবী দুজনে প্রায় মাইলথানেক পথ ঠাটিয়া একটা প্রকাও কারখানার সম্মুখে শুসিয়া উপস্থিত হইল এবং বন্ধ ফটকের কাটা দরজার র্যাক দিয়া গলিয়া ভিতরে প্রবেশ করিল। ডানদিকে সারি সারি করোগেট লোহার গুদাম ও তাঁহারই ও-ধারে কারিগর ও মজুরদিগের বাস করিবার ভাঙা কাঠ ও ভাঙা টিনের লম্বা লাইনবন্দী বস্তি । মুমুখ দিয়া সারি সারি কয়েকটা জলের কল এবং পিছন দিকে সারি সারি টিনের পায়খান । গোড়াতে হয়তো দরজা ছিল, এখন থলে ও চট-ছেড়া ঝুলিতেছে । ইহাই ভারতবর্ষীয় কুলী-লাইন। পাঞ্জাবী, মাদ্রাজী, বৰ্ম্মী, বাঙালী, উড়ে, হিন্দু, মুসলমান, স্ত্রী ও পুরুষে প্রায় হাজার-খানেক জীব এই ব্যবস্থাকে আশ্রয় করিয়া দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জীবন-যাত্রা নিৰ্ব্বাহ করিয়া চলিয়াছে । ভারতী কহিল, আজ কাজের দিন নয়, নইলে এই জলের কলেই দু’একটা রক্তারক্তি ক; গু দেখতে পেতেন । -- অপূৰ্ব্ব ঘাড় নাড়িয়া বলিল, ছুটির দিনের ভিড় দেখেই তা অনুভব করতে পাবচি। এই জনতার সম্মুখেই একজন মাদ্রাজী স্ত্রীলোক পর্দা ঠেলিয়া পায়খানায় ঢুকিতেছিল, পর্দার অবস্থা দেখিয়া অপূৰ্ব্ব লজ্জায় রাঙা হইয়া উঠিয়া বলিল, পথের দাবী করতে হয় ত আর কোথাও শীঘ্ৰ চলুন, এখানে আমি দাড়াতে পারব না । ভারতী নিজেও তাঁহা লক্ষ্য করিয়াছিল, কিন্তু প্রত্যুত্তরে শুধু একটুখানি হাসিল। অর্থাং মানুষের ধাপ হইতে নামাইয়া যাহাঁদের পশু করিয়া তোলা হইয়াছে তাঁহাদের আবার এসকল বালাই কেন ? কয়েকখানা ঘর পরে উভয়ে আসিয়া একজন বাঙালী মিস্ত্রির ঘরে প্রবেশ করিল। লোকটার বয়স হইয়াছে, কারখানায় পিতল ঢালাইয়ের কাজ করে, মদ খাইয়া কাঠের মেঝের উপর পড়িয়া অত্যন্ত মুখ খারাপ করিয়া কাহাকে গালি পাড়িতেছিল, ভারতী ডাকিয়া কহিল, মানিক, কার ওপরে রাগ করচ ? স্বশীলা কই ? সে আজ দু'দিন পড়তে যায় না কেন ? মানিক কোন মতে হাতে পায়ে ভর দিয়া উঠিয়া বসিল, চোখ চাহিয়া চিনিতে পারিয়া বলিল, দিদিমণি ! এসো, ব'সে । মুশী কি ক’রে তোমার ইস্কুলে যাবে বল ? রাধা-বাড়া বাসন মাজা মায় ছেলেটাকে সামলানো পৰ্যন্ত-বুক ফেটে যাচ্চে দিদিমণি, যোদে শালাকে আমি খুন না করি ত আমি কৈবর্ত থেকে খারিজ । বড় সাহেবকে এমনি দরখাস্ত দেব যে শালার চাকরি খেয়ে দেব । ভারতী সহস্তে কহিল, তা দিয়ো । আর বল ত না হয়, সুমিত্ৰাদিদিকে দিয়ে আমিই তোমার দরখাস্ত লিখে দেব। কিন্তু কাল আমাদের ফয়ার মাঠে মিটিং, তা মনে আছে ত ? צ8\3