পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*tषब्र गांबैौ ডাক্তার বলিলেন, হবে । কিন্তু সময়মত স্থান ত্যাগ করা এবং এ্যাকটিভিটি ত্যাগ করা এক বস্ত নয় আইয়ার। দীর্ঘকাল কোথাও নিশ্চিন্ত হয়ে বসতে যদি না পাই, তার জন্তে নালিশ করা আমাদের সাজে না। এই বলিয়া তিনি ভারতীকে ইঙ্গিত করিয়া উঠিরা দাড়াইয়া কহিলেন, হীরা সিং, অপূৰ্ব্ববাবুর বাধন খুলে দাও, চল ভারতী, তোমাদের একটু নিরাপদে পৌছে দিয়ে আসি । হীরা সিং আদেশ পালন করিতে অগ্রসর হইলে সুমিত্ৰা কঠিন-কণ্ঠে কছিলেন, অভিনয়ের শেষ অঙ্কে আনশে হাততালি দিতে ইচ্ছে করে, কিন্তু এ নতুন ময়। ছেলেবেলায় কোথায় একটা উপন্যাসে যেন পড়েছিলাম। কিন্তু একটুখানি যেন বাঙ্গ রইল। যুগল-মিলন আমাদের সম্মুখে হয়ে গেলে অভিনয়ে আর কোথাও ধৃত ধাকত না । কি বল ভারতী ? ভারতী লজ্জায় মরিয়া গেল। ডাক্তার কহিলেন, লজ্জা পাবার এতে কিছুই নেই ভারতী। বরঞ্চ, আমি কামনা করি অভিনয় সমাপ্ত কববার মালিক ধিনি তিনি যেন একদিন কোথাও এর খুত না রাখেন। পকেট হইতে সুমিত্রার পিস্তলট বাহির করিয়া তাহার কাছে রাখিয়া দিয়া বলিলেন, আমি এদের পৌঁছে দিতে চললাম, কিন্তু ভয় নেই, আমার কাছে আর একটা গাদা পিস্তল রইল। ব্রজেক্সের প্রতি কটাক্ষে চাহিয়া সহাস্তে কহিলেন, তোমরা ত সবাই তামাসা করে বলতে, অন্ধকারে আমি প্যাচার মত দেখতে পাই—আজ যেন কেউ সে কথা ভুলো না । এই বলিয়া তিনি একটা প্রচ্ছন্ন ভয়ঙ্কর ইঙ্গিত করিয়া ভারতী ও অপূৰ্ব্বকে লইয়া বাহির হইতে উদ্যত হইলেন । সুমিত্রা অকস্মাৎ দাড়াইয়া উঠিয়া কহিলেন, ফঁাসির দড়িটা কি নিজের হাতে গলায় না পরলেই হ’ত না ? ভাক্তার হাসিয়া কহিলেন, সামান্ত একটা জড়িকে ভয় করলে চলবে কেন স্বামিত্ৰা ? কোন একটা কার্ঘ্যের পূৰ্ব্বে এই মানুষটিকে মৃত্যুভয় দেখাইতে বাওয়া ৰে কত বড় বাহুল্য ব্যাপার তা স্মরণ করিয়া সুমিত্রা নিজেই লজ্জিত হইল, কিন্তু তৎক্ষণাৎ ধ্যাকুল কণ্ঠে বলিয়া উঠিল, সমস্ত ত ছত্রভঙ্গ হয়ে গেল, কিন্তু আবার কখন দেখা হবে ? ভাক্তার বলিলেন, প্রয়োজন হলেই হবে । cग थ८ब्रांजन कि एबनि ? হয়ে থাকলে নিশ্চয়ই দেখা হবে। এই বলিয়া তিনি অপূৰ্ব্ব-ভারতীকে সঙ্গে করিয়া সাবধানে নীচে নামিয়া গেলেন । $42 o