পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अब्र६-नांझेिपछी-न२®ई ষ্ঠাশ্রয় নিই। গাছতলার একটা বেঞ্চের উপর গুতে গিয়ে দেখি আর একজন গুয়ে আছে । মানুষের সাড়া পেয়ে সে জল জল করতে লাগলো, চারিদিকে ভয়ানক দুৰ্গন্ধ বেরিয়েছে,--দেশলাই জেলে তার মুখের পানে তাকিয়েই বোঝা গেল, কলেরা। নীলকান্ত তার শুশ্রুষায় লেগে গেল। ফর্স হয়ে আসে, বললাম, যোশী, লোকটা সন্ধ্যার অন্ধকারে যেমন করেই হোক পেয়াদাদের দৃষ্টি এড়িয়ে এই বাগানটায় রয়ে গেছে, কিন্তু সকালে তা হবে না। ওয়ারেন্টের আসামী আমরা,—এ তো মরবেই, সঙ্গে লঙ্গে আমাদেরও যে যেতে হবে । চল, সরি | নীলকান্ত কঁদিতে লাগলো, বললে, এ অবস্থায় একে কি করে ফেলে যাবে ভাই—তার চেয়ে বরঞ্চ তুমি যাও, আমি অনেক বুঝলাম, কিন্তু যোশীকে নড়াতে পারলাম না। ভারতী সম্ভয়ে কহিল, কি হ’ল তারপরে ? * ডাক্তার কছিলেন, লোকটা বিবেচক ছিল, ভোর হবার পূর্বেই চোখ বুঝলেন তাই সে-যাত্রায় নীলকান্তকে নড়াতে পারলাম। ক্ষণকাল মৌন থাকিয়া নিশ্বাস ফেলিয়া কছিলেন, সিঙ্গাপুরে যোশীর ফাসি হয়। পণ্টনের সিপাইদের নাম বলে দিলে ফাসিটা তার মাপ হ’তো—গভর্ণমেণ্ট থেকে অনেক প্রকার চেষ্টাই হয়েছিল, কিন্তু ষোশী সেই ষে ঘাড় নেড়ে বললে, আমি জানিনে, তার আর বদল হ’ল না। অতএব, রাজার আইনে তার ফঁাসি হল । অথচ, যাদের জন্তে সে প্রাণ দিলে, তাদের লে ভাল করে চিনতও না। এখনও সেই সব ছেলে এদেশেই জন্মায় ভারতী, তা নইলে বাকী জীবনটা তোমার আঁচলের তলায় লুকিয়ে থাকতেই হয়ত রাজি হয়ে পড়তাম । প্রত্যুত্তরে ভারতী শুধু দীর্ঘশ্বাস ত্যাগ করিল। ডাক্তার কহিলেন, নরহত্যা আমার ব্রত নয় ভাই, তোমাকে সত্যিই বলচি, ও আমি চাইনে । চাইতে না পারো, কিন্তু প্রয়োজন হলে ? প্রয়োজন হলে ? কিন্তু ব্রজেক্সের প্রয়োজন এবং সব্যসাচীর প্রয়োজন ত এক ময় ভারতী । ভারতী বসিল, সে আমি জানি । আমি তোমার প্রয়োজনের কথাই জিজ্ঞাসা করচি দাদা । প্রশ্ন শুনিয়া ডাক্তার ক্ষণকাল চুপ করিয়া রছিলেন। মনে হইল যেন উত্তর দিতে তিনি দ্বিধা বোধ করিতেছেন। তাহার পরে কতকটা যেন অন্তমনস্কের মত ধীরে ধীরে বলিলেন, কে জানে কবে আমার সেই পরম প্রয়োজনের দিন আলবে । কিন্তু, ৰাক ভারতী, এ তুমি জানতে চেয়ে না। তার চেহারা তুমি কল্পনাতেও সইতে পারবে না, বোন । { ?be