পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बॅब्र९-नांहिछ-न२4ह ভা’হলে এ পথ তুমি ছাড় । ডাক্তার চমকিয়া উঠিলেন, কোন পথ ? বিপ্লবীদের এই নিৰ্ম্মম পথ । কেন ছাড়তে বল ? ভারতী কহিল, তোমাকে মরতে দিতে আমি পারব না। মুমিত্ৰা পারে, কিন্তু আমি পারিনে। ভারতের মুক্তি আমরা চাই-অকপটে, অসঙ্কোচে, মুক্তকণ্ঠে চাই । দুৰ্ব্বল, পীড়িত, ক্ষুধিত ভারতবাসীর অন্নবস্ত্র চাই। মানুষ্য-জন্ম নিয়ে মানুষের একমাত্র কাম্য স্বাধীনতার আনন্দ উপলব্ধি করতে চাই । ভগবানের এতবড় সত্যে উপস্থিত হবার এই নিষ্ঠুর পথ ছাড়া আর কোন পথ খোলা নেই, এ আমি কোনমতেই ভাবতে পারিনে। পৃথিবী ঘুরে তুমি শুধু এই পথের খবরটাই জেনে এসেচ, স্বাক্টর দিন থেকে স্বাধীনতার তীর্থযাত্রী শত সহস্ৰ লোকের পারে এ পথের চিহ্নটাই হয়ত তোমার চোখে স্পষ্ট হয়ে পড়েচে, কিন্তু বিশ্ব-মানবের একান্ত শুভ বুদ্ধি তার অনন্ত বৃদ্ধির ধারা কি এমনই নিঃশেষ হয়ে গেছে যে এই রক্ত-রেখা ছাড়া আর কোন পথের সন্ধান কোনদিন তার চোখে পড়বে না ? এমন বিধান কিছুতেই সত্য হ’তে পারে না । দাদা, মহন্তত্বের এতবড় পরিপূর্ণত তুমি ছাড়া আর কোথাও আমি দেখিনি,— নিষ্ঠুরতার এই বারংবার চলা-পথে তুমি আর চলে না। দুয়ার হয়ত আজও রুদ্ধ আছে, उ३ि छूर्षि आषाद्दश्ब्र जtछ धूम्न श७-७ जग८उब्र गवाहेक उनट्वटग वायब्रा তোমাকে অর্থসরণ করে চলি । ডাক্তার মান-মুখে একটুখানি হাসিয়া উঠয় দাড়াইলেন। তারপর ভারতীর মাথার পরে হাত রাথিয় বার-দুই ধীরে ধীরে চাপড়াইয়া কহিলেন, আমার আর गमब cनई छाझे, श्रांषि क्रणजांभ । কোন উত্তর দিয়ে গেলে না, দাদা ? প্রত্যুত্তরে ডাক্তার গুৰু কহিলেন, ভগবান ষেন তোমার ভাল করেন।—এই বলিয়া আস্তে আস্তে বাহির হইয়া গেলেন। 2 då