পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথের জাৰী স্বাধীনতাই স্বাধীনতার শেষ নয়। ধৰ্ম্ম, শান্তি, কাব্য, আনঙ্গ—এরা আরও বড়। এদের একান্ত বিকাশের জন্তই ত স্বাধীনতা, নইলে এর মূল্য ছিল কোথা ? এর জন্তে তোমাকে আমি হত্যা করতে পারব না বোন, তোমার মধ্যে ষে হৃদয় স্নেহে, প্রেমে, করুণায়, মাধুর্ষ্যে এমন পরিপূর্ণ হয়ে উঠেচে, সে আমার প্রয়োজনকে অতিক্রম করে বহু উৰ্দ্ধে চলে গেছে,—তার নাগাল আমি হাত বাড়িয়ে পাব না। ভারতীর সর্বাঙ্গ পুলকে কণ্টকিত হইয়া উঠিল । সব্যসাচীর গভীর অস্তরের একটা অপরূপ মূৰ্ত্তি সে যেন সহসা চক্ষে দেখিতে পাইল । ভক্তি ও আনন্দে বিগলিত হইয়া কহিল, আমিও তাই ভাবি দাদা, তোমার অজানা সংসারে কি আছে । আর তাই যদি হোলো, কি হেতু তুমি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছ ? দেশে বিদেশে গুপ্ত সমিতি স্বষ্টি করে বেড়ানো তোমার কিসের জন্তে । মানবের চরম কল্যাণ ত কোনদিনই এর মধ্যে থেকে হতে পারবে না। ভাক্তার বলিলেন, ঠিক তাই। কিন্তু চরম কল্যাণের ভার আমরা বিধাতার হাতে ছেড়ে দিয়ে ক্ষুদ্র মানবের সাধ্যের মধ্যে যে সামান্ত কল্যাণ তারই চেষ্টাতে নিযুক্ত আছি। নিজের দেশের মধ্যে স্বাধীনভাবে কপা কওয়া, স্বাধীনভাবে চলেফিরে বেড়ানোর অতি তুচ্ছ অধিকার—এর অধিক সম্প্রতি আর আমরা কিছুই চাইনে ভারতী । ভারতী কহিল, সে ত সবাই চায়, দাদা । কিন্তু তার জন্যে নরহত্যার ষড়যন্ত্র কিসের জন্তে বল ত ? কি তার প্রয়োজন ? কিন্তু কথাটা উচ্চারণ করিয়া ফেলিয়া সে অত্যন্ত লজ্জিত হইল। কারণ, এ অভিযোগ শুধু রূঢ় নয়, অসত্য। তৎক্ষণাং অমৃতপ্ত চিত্তে কহিল, আমাকে মাপ কর দাদা, এ মিধ্যে আমি গুৰু রাগের উপরেই বলে ফেলেচি। আমাকে তুমি ফেলে যাবে—এ যেন আমি ভাৰতেই পারচিনে। ডাক্তার হাসিয়া বলিলেন, তা আমি জানি । ইহার পরে বহুক্ষণ পৰ্য্যন্ত আর কোন কথাবাৰ্ত্ত হইল না। এই সময়ে কিছুদিন হইতে ‘স্বদেশী আন্দোলন’ ভারতবর্ষবাপী হইয়া উঠিয়াছিল। ভক্তিভাজন নেতৃবৃক্ষ দেশোদ্ধারকল্পে আইন বঁাচাইয়া ষে সকল জালাময়ী বস্তৃতা অবকাশ মত দিয়া বেড়াইতেছিলেন তাহারই সারাংশ সংবাদপত্র-স্তম্ভে মাঝে মাঝে পাঠ করিয়া ভারতী সম্প্রদ্ধবিস্ময়ে আপ্লুত হইয়া উঠিত। বিগত রাত্রে এমনি ধারা কি একটা রোমাঞ্চকর রচনা খবরের কাগজে পাঠ করিয়া অবধি তাহার মধ্যে উত্তেজনার তপ্ত বাতাস সারাদিন ধরিয়া আজ বহিস্থা ফিরিতেছিল । তাহাই স্মরণ করিয়া কহিল, আমি जानि हेरब्रांव ब्रांजरद्ध cडांभांब झांन cनरे । किरू जयख छूनिब्राहे ७ ठांरषद्र बइ । RGÉ