পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/৩১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নেই? গফুর নীরব হইয়া রহিল। দুঃখের দিনে এটুকুও যে নষ্ট করা যায় না dरे इन बहाब्रब cयरबछेोe ठांश इतिबाटइ । शं७ यूहेब cग घटबद्ध भएषा निब्रा দাড়াইল । একটা পিতলের থালায় পিতার শাকান্ন সাজাইয়া দিয়া কস্তা নিজের জন্ত একখানি মাটির সান্‌কিতে ভাত বাড়িয়া লইয়াছে। চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল, আমিনা, আমার গায়ে ষে আবার শীত করে মা—জর গায়ে খাওয়া কি ভাল ? আমিনা উদ্বিগ্নমুখে কহিল, কিন্তু তখন ষে বললে বড় ক্ষিধে পেয়েছে ? তখন ? তখন হয় ত জর ছিল না মা । তা হলে তুলে রেখে দি, সাঝের-বেলা খেয়ো ? গফুর মাথা নাড়িয়া বলিল, কিন্তু ঠাও ভাত খেলে যে অমুখ বাড়বে আমিন । আমিনা কহিল, তবে ? গফুর কত কি যেন চিন্তা করিয়া হঠাৎ এই সমস্তার মীমাংসা করিয়া ফেলিল । কহিল, এক কাজ কর না মা, মহেশকে না হয় ধরে দিয়ে আয়। তখন রাতেরবেলা আমাকে এক মুঠে ফুটিয়ে দিতে পারবি নে আমিনা ? প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রছিল, তারপরে মাৰ৷ নীচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কছিল, পারব বাবা। গফুরের মুখ রাঙা হইয়া উঠিল। পিতা ও কস্তার মাঝখানে এই ষে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল, তাহা এই দুটি প্রাণী ছাড়া আরও একজন ৰোধ করি অন্তরীক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন । છેક 1