পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/৩৩

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে ঝাঁপ দিন অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।


*८५ब्र झांश्वो তেওয়ার গলাট খাটাে করিয়া বলিল, আজ আর হেঁটে যাবেন না ছোটবাবু, রাস্তায় একটা গাড়ি ডেকে নেবেন । আচ্ছ, সে দেখা যাবে, এই বলিয়৷ অপূৰ্ব্ব সিড়ি বাহিয়া নীচে নামিয়া গেল। তাহার চলার ভঙ্গী দেখিয়া মনে হইল না যে তাহার মনের মধ্যে নূতন চাকরির আনন্দ আর কিছুমাত্র অবশিষ্ট আছে। : বোথা কোম্পানির অংশীদার, পূৰ্ব্ব অঞ্চলের ম্যানেজার রোজেন সাহেব সম্প্রতি বর্ময় ছিলেন, রেজুনের আফিস তিনিই প্রতিষ্ঠা করিয়াছিলেন, অপূৰ্ব্বকে যথেষ্ট সহৃদয়তার সহিত গ্রহণ করিলেন, এবং তাহার চেহার কথাবার্তা ও ইউনিভার্সিটির ডিগ্রী প্রভৃতি দেখিয়া অতিশয় প্রীত হইলেন । সমস্ত কৰ্ম্মচারীদের ডাকিয়া পরিচয় করাইয়া দিলেন, এবং যে মাস-দুই-তিন কাল তিনি এখানে আছেন তাহার মধ্যে ব্যবসায়ের সমস্ত রহস্ত শিখাইয়া দিবেন আশা দিলেন । কথায় বার্তায় আলাপে ' পরিচয়ে ও নূতন উৎসাহে ভিতরের গ্লানিটা তাহার এক সময়ে কাটিয়া গেল। একটি লোক তাহাকে বিশেষ করিয়া আকৃষ্ট করিল, সে আফিসের এ্যাকাউণ্টেণ্ট । মারাঠি ব্রাহ্মণ, নাম রামদাস তলওয়ারকর । বয়স বোধ হয় তারই মত,—হয়ত বা কিছু বেশি। দীর্ঘাকৃতি, বলিষ্ঠ, গৌরবর্ণ,—ম্বপুরুষ বলিলে অতিশয়োক্তি হয় না। পরণে পায়জামা ও লম্বা কোট, মাথায় পাগড়ী, কপালে রক্তচন্দনের ফোট,—ইংরাজী কথাবার্তা চমৎকার শুদ্ধ, কিন্তু অপূৰ্ব্বর সহিত সে প্রথম হইতে হিন্দীতে কথাবার্তা শুরু করিল। অপূৰ্ব্ব হিন্দী ভাল জানিত না, কিন্তু যখন দেখিল সে হিন্দী ছাড়া আর কিছুতেই জবাব দেয় না, তখন সেও হিন্দী বলিতে আরম্ভ করিল। অপূৰ্ব্ব কহিল, এ-ভাষা আম ভাল জানিনে, অনেক ভুল হবে। রামদাস কহিল, ভুল আমারও হয়, আমাদের কারও এটা মাতৃভাষা নয় । অপূৰ্ব্ব বলিল, যদি পরের ভাষাতেই বলতে হয় ত, ইংরিজি দোষ করলে কি ? রামদাস কহিল, ইংরিজি আমার আরও ঢের বেশি ভুল হয়। একটু হাসিয়া কহিল, আপনি না হয় ইংরজিতেই বলবেন, কিন্তু আমি হিন্দীতে জবাব দিলে আমাকে মাপ করতে হবে । এই আলাপের মধ্যে রোজেন সাহেব নিজেই ম্যানেজারের ঘরে জাসিয়া উপস্থিত হইলেন। বয়স পঞ্চাশের কাছাকাছি, হল্যাণ্ডের লোক, বেশ-ভূষার পারিপাট্য নাই ; মুখে প্রচুর দাড়ি-গোফ, ইংরাজি উচ্চারণ ভাঙা-ভাঙ, পাকা ব্যবসায়ী—ইতিমধ্যেই বর্ধার নানাস্থানে ঘুরিয়া, নানা লোকের কাছে তথ্য সংগ্ৰহ করিয়া কাজ-কর্থের একটা খসড়া প্রস্তুত করিয়া ফেলিয়াছেন, সেই কাগজখানা অপূৰ্ব্বর টেবিলের উপর ফেলিয়া দিয়া কহিলেন, এ সম্বন্ধে আপনার মন্তব্য একটা জানতে চাই । \రి