পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/৩৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जeधकांजिङ दूछनांबली उषन अङ, उषांनि उँीशरक cशषिब्रा थांभांब्र ७कल्ले बफ़ खेलकांब्र रहेबांहिण-यांयि একটা বড় হৃদয়ের পরিচয় পাইয়াছিলাম। এতকাল পরে, সেই বত্রিশ বৎসর বয়সে নিরুদিরি পদস্খলন হইল। গ্রামের স্টেশনের এক বিদেশী ৱেল-বাৰু সেই আজন্ম ব্ৰহ্মচারিণীর কুমারী হৃদয় ষে কি মন্ত্রে বিদ্ধ করিয়াছিল, তাহ সেই পাবওই জানে— ষে শেষে তাহাকে কলঙ্কের প্রকাগু অবস্থায় কেলিম্বা পলায়ন করিল। সে অবস্থায় সচরাচর যে একমাত্র উপায়, মিরুদিদিকে তাহাই করিতে হইল। ইহার পরে, এমন ষে স্বাস্থ্য তাহা একেবারে ভাঙিয়া পড়িল । অবশেষে তিনি মরণাপন্ন হইয়া শয্যাশায়ী হইলেন। মুখে একটু জল দেওয়া পরের কথা, কেহ তাহার দ্বয়ার মাড়াইত না। যে সকলের সেবা করিয়াছে, যাহার স্বত্বে শুশ্রুষায় কত লোক মৃত্যুমুখ হইতে বাচিয়াছে, সে আজ একটা গৃহপালিত পশুর অধিকারেও বঞ্চিত হইল। আমাদের বাড়িতেও কড়া হুকুম ছিল, তাহার কাছে কাহারও যাইবার জো ছিল না। আমি লুকাইয়া যাইতাম—মাথায় পারে একটু হাত বুলাইয়া দেওয়া, দুই-একটা ফল সংগ্ৰহ করিয়া তাহাকে খাওয়াইয়া আসা,-আমার নিজের অমুখ হইলে, রোগীর পণ্যরূপে যাহা পাইতাম, তাহা হইতে কিঞ্চিং র্তাহার জন্য লইয়া ৰাওয়া—ইহাই ছিল আমার যথাসাধ্য সেবা । কিন্তু সেই অবস্থাতেও, মামুষের হাতে এই পৈশাচিক শাস্তি পাইয়াও র্তাহার মুখে কোনও অভিযোগ অনুৰোগ শুনি নাই, তাহার নিজেরই লক্ষ ও সঙ্কোচের অবধি ছিল না,–যেন তিনি ষে অপরাধ করিয়াছেন, তাহার কোন শাস্তিই অতিরিক্ত হইতে পারে না । সেদিন তাহাই দেখিয়া অবাক হইয়াছিলাম, পরে বুঝিয়াছি, আপনার অপরাধের শাস্তি তিনি আপনাকেই আপনি দিয়াছেন—পর ৰেন উপলক্ষ মাত্র ; মানুষকে তিনি ক্ষমা করিয়াছিলেন, আপনাকে ক্ষমা করেন নাই। ইহাতেও তাহার শাস্তির শেষ হয় নাই—তিনি যখন মরিয়া গেলেন, তখন র্তাহার শবদেহ কেহ স্পর্শ করিল না, ডোমের সাহায্যে তাহা নদীতীরের এক জঙ্গলে টানিয়া ফেলিয়া দেওয়া হইল, শিয়াল-কুকুরে তাহা ছিক্ৰিয়া খাইল ।”...পরে ধীরে ধীরে বলিলেন, “মাজুষের মধ্যে ষে দেবতা আছে, আমরা এমন করিয়াই তাহার অপমান করি। রোহিণীর কলঙ্ক ও তাহার শাস্তিও এই পৰ্য্যাম্বের, এমন একটা নারীচরিত্রের কি দুৰ্গতিই বঙ্কিমচন্দ্র করিয়াছেন "*

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি. লিট. উপাধিস্থান উপলক্ষে ঢাকায় অবস্থানকালে শরৎচন্দ্র আলাপ-আলোচনায় কবি ও সমালোচক ক্রমোহিতলাল মজুমদারকে উপরিलेख् विषञ्च विदूड कहब्रन । (‘लनिदाद्ब्रब्र फ़ि6'-8जाई, ०७a१ दत्रांच)